কালকে আমার আর আমার স্বামীর সঙ্গে একটু মনোমালিন্য হয়। তো সে কথার এক পর্যায়ে বলে, " বেশি ই করলে কিন্তু একেবারে আলাদা হইয়া যামু" । এই কথাটি সে দুইবার বলে। পরে আবার বলে," রাখ কালকেই আলাদা হবার ব্যবস্থা করতেছি"। উপরোক্ত কথাগুলো সে রাগের মাথায় বলেছে। তালাকের নিয়তে বলেনি। এখন আমাকে দয়া করে উত্তর দিবেন যে, এই কথার মাধ্যমে কি তালাক সাব্যস্ত হবে? যেহেতু এটা খুব সেনসিটিভ বিষয় তাই আমি শিওর হয়ে নিতে চাই।