আমি জেনেরাল লাইনের একজন শিক্ষার্থী। গতবছর IOM এ ভর্তি হয়েছি। আমি ইসলামি বিধিবিধানের আলোকে জীবন গড়তে চাই।
ক. আমার মনে হয়, এই মূহুর্তে আমার ক্যারিয়ার গঠন নিয়ে সিন্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গঠন করতে চাচ্ছি। ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাক করতে ইচ্ছা পোষণ করছি। গ্রাফিক্স ডিজাইনের কাজের অনেকগুলো ক্ষেত্র রয়েছে। যেমন:
১. মার্কেটপ্লেস এ কেউ লোগো কিংবা কোন পোস্টার তৈরি করার জন্য বিজ্ঞাপন দিল। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সেটি করে দিলাম। এক্ষেত্রে, লোগোতে মানুষের আকৃতি থাকতেও পারে নাও থাকতে পারে, ব্যানারে মানুষের ছবি থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে মূলত বিদেশের কাজ করা হয়। তাই, ব্যানারে মানুষের ছবি থাকবে এটাই স্বাভাবিক।
২. আরেকটা পদ্ধতি হচ্ছে আমি কিছু ব্যানার, লোগো বানিয়ে রাখবো। কেউ সেটি ক্রয় করলে আমি কমিশন পাবো। এই ধরনের কাজে ডিজাইন স্যাম্পল আপলোড করতে হয়। অনেক সময় মানুষের ছবি বসিয়েও স্যাম্পল তৈরি করতে হয়। এক্ষেত্রে, যার ছবি বসানো হয় তার কাছ থেকে কোন অনুমতি নেওয়ার সুযোগ নেই। কারণ, ছবিতে বিদেশি মানুষের ছবিই থাকে।
দয়া করে এখান থেকে স্যাম্পল গুলো দেখার অনুরোধ রইল: https://freepik.com
এই ওয়েবসাইটটিতে banner লিখে সার্চ দিলে হয়তো ব্যাপারটা আরও স্পষ্ট হবে।
এক্ষেত্রে, উভয়পদ্ধতিটি কি যায়েজ হবে? নাকি ভিন্ন কোন সেক্টরে কাজ করার অনুসন্ধান করবো?
২. এই প্রশ্নটি ইনবক্সে করেছি।