আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
181 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (20 points)
১.আসসালামু আলাইকুম
আমার বোন পড়াশুনা করতেছে ওর পড়াশুনার খরচ কি যাকাত হিসেবে দিতে পারবো????? আর ওর বিয়ের খরচ ও কি যাকাত হিসেবে দিতে পারবো???

২.ব্যবসার advertising এর জন্য মেয়ে vloger এর নিকট প্রডাক্ট পাঠানো যাবে ??
বাজে মন্তব্য না করার অনুরোধ রইল। বিষয়টি জানার জন্য পোস্ট করা।

৩.মানুষের রক্ত কি নাপাক? হাত কেটে কিছু রক্ত বের হলে তা গামছাই মোছা হয় আমি তা জানি না যে আমার রক্ত লেগে আছে আমি ঐ  গামছা দিয়ে গোসল করে গা মুছেসি।অজু করে মুখ হাত মুছেসি পরে দেখছি রক্তের দাগ এখন কি করণীয় আমার নামাজ কি আবার পড়তে হবে এবং  গোসল কি আবার করতে হবে? আমার শরীরে তো কোথাও রক্ত বুঝতে পারছি না। গামছা তা শুকনা ছিল যদিও মোছার পর তা ভিজে গিয়েছে

৪. যাওয়াল নামাজের সময় ঠিক কয়টা থেকে কয়টা?
যদি এমন হয়, যোহরের নামাজ ১২.৮ থেকে ৪.২০ পর্যন্ত, তাহলে যাওয়াল কী ১২.৮ এর আগেই পড়তে হবে নাকি এই সময়ের ভিতরে?
যদি যোহরের নামাজ একটার দিকে পড়ি তার আগে চার রাকাত যাওয়ালের নিয়ত করে পড়লে আদায় হবে? যোহরের ৪ রাকাত সুন্নত নামাজ আর যাওয়াল নামাজ কি এক?

৫.আসসালামু আলাইকুম। জরুরী জানা প্রয়োজন⛔

কারো যদি বাবা ও মা দুজনেই মৃত থাকে তাহলে মায়ের জন্য ওমরা করা হলে কি বাবার জন্যও করতে হবে ? কারো যদি শুধু একজনের  জন্য করারই সুযোগ থাকে, তাহলে একজনের জন্য করলে  অসুবিধা আছে কি?

বা একই নিয়তে দুজনের জন্য করা যাবে কি?  নাকি আলাদা আলাদা নিয়তে আলাদা আলাদা ভাবে করতে হবে?
by (20 points)
hlwwww..
ans koiiii

1 Answer

0 votes
by (566,160 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعَلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ الرَّائِحِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ»

সালমান ইব্ন আমির (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, মিসকীনকে দান করার মধ্যে শুধু সাদাকা (র সওয়াব রয়েছে) আর আত্নীয়-স্বজনকে দান করা দুটি (সওয়াব রয়েছে) দান করা (র সওয়াব) এবং আত্নীয়তার সম্পর্ক বজায় রাখা (র সওয়াব)।
[মুসনাদে আহমাদ (১৫৭৯৪) ও সুনানে নাসাঈ (২৫৮২)] 

আরো জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার বোন যদি বালেগাহ হয়,আর সে যদি নেসাব পরিমান সম্পদের মালিক না হয়,মোট কথা সে যদি যাকাত গ্রহনের উপযুক্ত হয়,সেক্ষেত্রে আপনি তার পড়াশুনার খরচ যাকাত হিসেবে তাকে দিতে পারবেন।তার বিয়ের খরচ তাকে যাকাত হিসেবে দিতে পারবেন।

এই যাকাতের টাকা তাকেই দিতে হবে,আর আপনার বাবা,মা বা দাদা তারা কেউ আপনার বোনকে তাদের যাকাতের টাকা দিতে পারবেনা।

الفتاوى الھندية: (189/1، ط: دار الفکر)
"ولايجوز دفعها إلى ولد الغني الصغير، كذا في التبيين. ولو كان كبيراً فقيراً جاز، ويدفع إلى امرأة غني إذا كانت فقيرةً، وكذا إلى البنت الكبيرة إذا كان أبوها غنياً؛ لأن قدر النفقة لايغنيها، وبغنى الأب والزوج لاتعد غنية، كذا في الكافي"
সারমর্মঃ-
ধনীর ছোট ছেলেকে যাকাত দেয়া জায়েজ নেই।
যদি বড় হয় ও দরিদ্র হয়,সেক্ষেত্রে তাকে যাকাত দেয়া যাবে।
অনুরূপ ভাবে বড় মেয়েকে যাকাত দেয়া যাবে,যদিও তারা বাবা ধনী হোক।


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 349):
"(و) لا إلى (طفله) بخلاف ولده الكبير.
 (قوله: ولا إلى طفله) أي الغني فيصرف إلى البالغ ولو ذكرا صحيحا قهستاني، فأفاد أن المراد بالطفل غير البالغ ذكرا كان أو أنثى في عيال أبيه أولا على الأصح لما عنده أنه يعد غنيا بغناه نهر (قوله: بخلاف ولده الكبير) أي البالغ كما مر"
সারমর্মঃ-
বাচ্চা যাই ছেলে হোক বা মেয়ে হোক,তার বাবার হিসেবেই অন্তর্ভুক্ত,,,। 

(০২)
প্রশ্নটি কমেন্ট বক্সে আরো স্পষ্ট করার পরামর্শ রইলো।

(০৩)
মানুষের রক্ত নাপাক।
এক দিরহামের কম হলে তাহা মাফ,সেই কাপড়/শরীরেই নামাজ হয়ে যাবে।

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার শরীরে যদি রক্তের দাগ না পান,বা পেলেও এক দিরহাম চেয়ে কম হয়,সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে।

আর যদি শরীরে এক দিরহাম বা তার চেয়ে বেশি 
রক্তের দাগ পান,সেক্ষেত্রে নামাজ পুনরায় আদায় করতে হবে। 

(০৪)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

(০৫)
একজনের জন্য করলে অসুবিধা নেই।
এটি যেহেতু নফল,তাই একই নিয়তে দুজনের জন্যই ওমরাহ করা যাবে।
প্রশ্নে উল্লেখিত ছুরতে এমনটি করারই পরামর্শ থাকবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...