১) কলম দিয়ে নাপাক শুকনো হাতে দাগালে কি কলমের ওই মুখের অংশ নাপাক হয়ে যাবে? কারণ কালি তো তরল জাতীয়
২)ওই একই কলম দিয়ে অন্য কোথাও বা শরীরের অন্য কোনো জায়গা দাগালে কি ওই জায়গা নাপাক হয়ে যাবে?(যদি কলমের মুখ আগের প্রশ্ন অনুযায়ী নাপাক হয়)
৩)এমনিতে যদি নাপাক হাতে কলমের কালি লাগে বা ওই নাপাক কলমের কালিই লাগে এক্ষেত্রে তিনবার হাত বা শরীরের ওই জায়গা ধুলে কি পাক হবে নাকি কলমের কালি ঘষে উঠানো জরুরি?
৪) নাপাক হাতে কলমের কালি লাগলে ওই হাত অনেক বার ধোয়া হয়। শাবান দিয়েও অনেকবার ডলে ডলে ধোয়া হইছে।অনেকক্ষণ ডলার পরেও একটু একটু কলমের দাগ বুঝা যায়।এখন ওই হাত কি পাক হবে?