আসসালামু আলাইকুম
১)আমি ওয়াসওয়াসার রোগী। সারাদিন মাথায় শুধু এইসব চিন্তাই ঘুরে। আমি স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলাম আর মনে মনে অতীত এর কেনায়া বাক্য এর কথা চিন্তা হচ্ছিল , যে কখনো বলেছি কিনা । একটা কথা বেশী মনে হচ্ছিল , " স্ত্রীর সাথে কখনো কি বলেছি যে , আমি তোমার সাথে কথা বলবোনা?" সম্পূর্ণ চিন্তা মনে মনে কিন্তু আমি স্ত্রীর সাথে ফোনে কথা বলছি।
ওয়াসওয়াসায় মনে মনে চিন্তা হচ্ছে ,এইটা কেনায়া বাক্য আর এর দারা তালাক হয়ে যাবে । আবার মনে অটোমেটিক চিন্তা আসতেছে আমার ইচ্ছার বিরুদ্ধে যে ,এইটা হয়ে গেলে হয়ে যাবে । (মানে তালাক হয়ে গেলে হয়ে যাবে )
বাস্তবে আমার ইচ্ছা বা নিয়ত এগুলো না। এগুলো ওয়াসওয়াসা তাও আবার মনে মনে।
আমার প্রশ্ন হচ্ছে এমন চিন্তার কারনে কোন সমস্যা হবে কিনা?
এটাতো আমার চিন্তা না , আমি ওয়াসওয়াসার রোগী যার কারনে আমার মনের মধ্যে অটোমেটিক এই চিন্তা আসে।এগুলো কি নিয়ত ধরা হবে ?
আমিতো এখন কোন কিছুই বললাম না।শুধু স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলাম।আর এসব চিন্তা মনে মনে আসছে। তাও অতীতের কথা প্রায় ৩/ ৪ বছর আগের কথা মনে পড়ে,তাও এগুলো আমি বলেছি নাকি বলিনি সেটাইতো সিউর না।
২) আমার সাথে প্রায় এমন হয়। অনেক আগের কথায় নতুন করে চিন্তা হয় , এবং ওয়াসওয়াসায় নতুন করে মনের মধ্যে নিয়ত ঢুকানোর চেষ্টা করা হয়। কোন দিন বলেছি কিনা ,তখন কোন নিয়তে বলেছি সেটাই তো মনে নেই । কথা বলার সময় যেই নিয়ত সেটাইতো তো নিয়ত ধরা হবে ? পরে চিন্তার মধ্যে যেগুলো আসে সেগুলো কি কোনভাবে গ্রহনযোগ্য ?