আসসালামু'আলাইকুম মুহতারাম।
শুক্রবার আমার একটা এডমিশন টেস্ট আছে (সহশিক্ষায় যেতে চাই না যদিও)। সফর দূরত্বে ঢাকা গিয়ে(টাঙ্গাইল থেকে) পরীক্ষা দিতে হবে।ভোরে, ৬টার দিকে রওয়ানা হয়ে পরীক্ষা দিয়ে আবার দুপুরের দিকে ফেরত আসা যায়। আমার সাথে যাওয়ার মতো মাহরাম আমার বাবাই।
কিন্তু বাবার হঠাৎ ট্রেনিং পরেছে সিলেটে। শেষ হবে বৃহস্পতিবার বিকালে। এখন সিলেট থেকে সরাসরি টাঙ্গাইল আসার বাস হয়তো পরদিন (শুক্রবার) ভোরে পৌঁছাবে। হয়তো ভোর পাঁচটার মধ্যেও হতে পারে। আবার আরো দেরি হতে পারে।
আর সিলেট থেকে বিকাল পাঁচটার দিকে রওয়ানা হয়ে ঢাকার বাসে আসলে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে রাত ১১/১২টা বাজতে পারে। তখন আবার টাঙ্গাইল এর বাস পাওয়া কঠিন। তবে টাঙ্গাইল এর জন্য একটা ট্রেন আছে রাত ১১টায়। কিন্তু সিলেট থেকে ঢাকা আসতে বোধ হয় ৭ ঘণ্টার মতো লাগে, সে হিসেবে ট্রেনটা না পাওয়ার সম্ভাবনাই বেশি,যদি আল্লাহর ইচ্ছায় ট্রেন লেইট করে তবে ভিন্ন বিষয়। আমার সাথে মোটামুটি তর্কাতর্কি হয়ে গিয়েছে, আব্বু (বিরক্ত হয়ে) বলেছিলো ট্রেনের টিকিট কাটার কথা, তবে বলছিলো এটা লস হবে ভেবেই ক্ষীণ আশা নিয়ে কাটতে হবে, আর যেখানে সরাসরি টাঙ্গাইল এর বাসে আরামে আসতাম,সেখানে এখন ট্রেন ধরার মতো প্রেশার,অস্থিরতা নিয়ে আসতে হবে,সহজ বিষয় আমি জটিল করে দিচ্ছি এসব। আম্মু বলছিলো আব্বু জার্নি করে এতদূর থেকে আসবে,পরে আবার আমার সাথে ঢাকা যেতে বলছি বিবেচনাহীনের মতো....। আম্মু এটা প্রস্তাব দিলো যে আব্বু ঢাকা থেকে এসে রাতে ঢাকায় আত্মীয়ের বাসায় থাকুক,আমরা সকালে বাসে গিয়ে বাসস্ট্যান্ড এ নামার সময় আব্বু উপস্থিত হবে,এরপর আব্বুর সাথে সেন্টার পর্যন্ত যাবো+ ফেরত আসার সময় আব্বু সাথে থাকবে।
মুহতারাম এরপর আমি রাজি হয়ে ট্রেনের টিকিট কাটতে না করেছি তবে বলেছি আব্বুকে, যাতে চেষ্টা করে দেখে ওইদিন রাতের মধ্যেই টাঙ্গাইল কোনোভাবে পৌঁছানোর ব্যবস্থা হয় কিনা,যাতে আমাকে নিয়ে যেতে পারে সকালে...।
আমি কি এটা ভুল করেছি? মাহরাম ছাড়া সফর করার গুনাহ হবে কি আমার (টাঙ্গাইল থেকে ঢাকার বাসে গেলে মাহরাম ছাড়াও পর্দা লঙ্ঘন হওয়ার কথা না নরমালি)?
নাকি ট্রেনের টিকিট কেটে একটা সুযোগ রাখতে বলবো (আব্বু বিরক্ত হলেও)?