আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আজকে মাগরিব এর নামাজ পড়তে যাচ্ছি নামাজে সবাই দাড়িয়ে গিয়েছে , ইমাম সাহেব সূরা পড়ছেন আমি তার কন্ঠ সুনে চিনতে পেরেছি, দিয়ে হটাৎ মনে হলো এটা যদি এই ইমাম সাহেব হয় তাহলে তালাক , এই রকম মনে মনে হলো মুখে উচ্চরণ করিনি, গিয়ে দেখছি সেই ইমাম সাহেব ই পড়াচ্ছেন । দিয়ে আমার খুব ভয় হয়ে জাই হুজুর , আমি তো মুখে উচ্চরণ করিনি তাহলে কি তালাক হবে?
২. তার পর থেকে নামাজে সূরা পড়ছি তখন মনে মনে আমি ভাবছি এইসব এ কিছু হয়না, মনে মনে তালাক হয়না এই সব মনে মনে ভাবনা হচ্ছে আর মুখে আমি সূরা পড়ছি , হুজুর এক্ষেত্রে কি তালাক হবে? বা ঈমান চলে যাবে?
৩. নামাজ পড়তে পড়তে একটা হাসির কথা মনে পড়ে যায়, এবং ঠোঁটে একটু হাসি চলে আসে সঙ্গে সঙ্গে নামাজে মনোযোগ দিয়েছি এক্ষেত্রে কি ঈমান চলে যাবে? খুবই চিন্তা হচ্ছে হুজুর।
৪. হুজুর তার পর থেকে শুধু এই মনে মনে হচ্ছে , স্ত্রী যদি অমুক কাজ করে , বা অমুক কথা বলে তাহলে তালাক, মুখে উচ্চরণ করছিনা মনে মনে হচ্ছে, দিয়ে স্ত্রী যদি সেই কাজ করে, বা অমুক কথা বলে তাহলে কি তালাক হবে?
৫. আমার মনে মনে এমন হচ্ছে এটা হলে তালাক, অমুক কাজ করলে তালাক , মনে মনে শুধু শর্ত তালাক এর কথা মনে হচ্চে , মুখে উচ্চরণ করিনি। তার পর যদি সেই কাজ করি বা বলি তাহলে কি তালাক হবে?