গর্ভপাত বা মিসক্যারেজ হওয়ার পরে যে রক্তপাত হয়।সে সময় কি নামাজ,রোজা হারাম হবে?মানে উক্ত নারী কি নাপাক হবে?হলেও কতোদিনের ভেতর ফরজ ইবাদত শুরু করতে পারবে?
আমি ৬সপ্তাহে আল্ট্রা করাই তখন বাচ্চার হার্টবিট আসেনি।আবার পরে ৩মাস পরে আল্ট্রা করাই।ডাক্তার বলছে আমার ৭সপ্তাহে বাচ্চা নষ্ট হয়ে গেছে ৩মাসেও হার্টবিট আসেনি।আবার রক্তপাতও শুরু হয়নি। কারন হিসাবে বলছে জরায়ুর মুখ খুলেনি তাই রক্তপাত শুরু হয়নি।তবে বাচ্চা ৭সপ্তাহে নষ্ট হয়ে গেছে।তিনি উল্লেখ করেন নি যে বাচ্চার আকৃতি আসছে কিনা।আমিও জিজ্ঞেস করিনি।তবে বলছে বাচ্চার থলে এবং মাংসপিণ্ড আসছে।তো আমার মাসিকের টাইম ৭দিন।আমি কি ৭দিন পর থেকে নামাজ শুরু করতে পারবো?