আসসালমুআলাইকুম হুজুর,
১.একটি ইসলামিক গজল আছে , আরবী ভাষায় হয়ত, গজল টির নাম Muhammad nabina (সা:),
আমি গজল টির লিংক দিয়ে দিলাম
https://youtu.be/knkNy_LHtlo এই গজল টাতে প্রথমের লাইন muhammad nabina সা: । আমি এই গজল টা মাজে মাঝেই করি , আজ রাস্তা তে আসছিলাম আর এই গজল টা করছিলাম , দিয়ে হটাৎ মনে হলো , আমি তো আরবী ভাষা জানি না তাহলে কি আমি ভুল গজল বলতাম দিয়ে গজল টা মনে হলো muhammad nabina সা: মানে দিয়ে মনে মনে এমন হলো muhammad সা: নবী না , এই রকম বলে ফেলেছি নাকি এই বলে খুব ভয় হতে থাকে আস্তাগিরুল্লাহ। আসলে আমি গজল টাই করতাম । না জেনে বুঝে হয়ত ভুল হয়েছে বা ভুল চিন্তা ভাবনা চলে এসেছে । এর জন্য কি ঈমান চলে যাবে?
২. তার পর থেকে শয়তানের ওয়াসওয়াসা তে ধরেছে , মনে মনে এমন হচ্ছে muhammad সা: নবী না বা শেষ নবী না আস্তাগফিরুল্লাহ। আস্তাগিরুল্লাহ । হুজুর মনে মনে এমন হয়েছে, এর জন্য কি ঈমান চলে যাবে? আমি মুখে উচ্চরণ করিনি।
৩. তার পর থেকে এই গজল টা করতে ভয় লাগছে , তাও মুখ দিয়ে মাঝে মাঝে muhammad পর্যন্ত বেরিয়ে যাচ্ছে দিয়ে সা: বলে চুপ করে যাচ্ছি। আবার ভুলে যাচ্ছি দিয়ে গজল টার
সুর বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে চুপ করে যাচ্ছি ।এমন হচ্ছে এর জন্য ঈমান চলে যাবে না তো?
৪.. আর মনে মনে ভাবছিলাম আজ নামাজ পড়তে যাবো , হটাৎ শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে নামাজ পড়তে যাবনা। সঙ্গে সঙ্গে মনে মনে বলেছি নামাজ পড়তে যাবো, এই টা জিহ্ববা নড়িয়ে বলেছি। যে আমি নামাজ পড়তে যাবো। হুজুর আমার ঈমান ঠিক আছে তো?
৫.হুজুর গজল এর সুরে সুরে হয়ত ভুল উচ্চরণ করেছি, যেহেতু আরবী ভাষা জানি না, গজল টা শুনতে ভালো লাগতো তাই সুরে সুর মিলিয়েছি হুজুর এমন ভুল হওয়ার জন্য কি ঈমান চলে যাবে?