ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বউ যদি বলে ছেড়ে দেও হাসবেন্ড যদি বলে যাও গা তেমনি ভাবে মুক্তি দেও, মুক্তি দিলাম।এগুলা বলার সময় যদি হাসবেন্ড তালাকের নিয়ত না করে তাইলে কাযায়ান তালাক হই দিয়ানাতান তালাক হই না।এখন প্রশ্ন হল...৩ এর অধিক কাযায়ান তালাক হলে দিয়ানাতান তালাক না হলে, তারা সংসার করতে পারবে।
(২)
বউ যদি সাময়িক তালাকের অধিকার প্রাপ্ত থাকে তাইলে মজলিসের বাইরে শর্তযুক্ত তালাক দিতে পারবে না। আর সাময়িক তালাকের অধিকার দেওয়ার পর সাথে সাথে শর্ত না দিয়ে যদি এর মাজে অন্য কিছু নিয়া কথা কাটা কাটি হই বা কথা হই একি অবস্থানে থেকে তারপর যদি শর্ত দেয় তাইলে সে সময় মজলিস থাকবে না।
(৩)কোন কথপোকথন যদি হাসবেন্ড বউ কারো হুবুহু মনে না আসে।কিছু কিছু কথা যদি বিচ্ছিন্ন ভাবে মনে আসে তাইলে এই বিষয়কে পরিত্যাগ করতে হবে।
(ক)যখন ঝগরা হইছে তখন পাসের রুমে শাশুড়ী আর ননদ থাকছে। হাসবেন্ড সিওর দিয়া বলছে কোন দিন ছাইড়া দিলাম বলি নাই।অধিকার দেওয়ার মত কিছু তখন বলছে কিনা তার প্রেক্ষিতে আমি তখন শর্ত দেওয়ার মত কিছু বলছি কিনা মনে নাই।তাহলে শাশুড়ী আর ননদ কে এগুলা জিজ্ঞেস করার কোনো প্রয়োজনিয়তা নাই।
(৪)আমার মনে আছে আমি বিয়ের আগে পরেও বলছি যে কোন মেয়েলি বিষয় আর নেশা করলে আমি তুমার কাছে থাকব না।এখানে মেয়েলি বিষয় দারা নেগেটিভ কথা সম্পর্ক করা বা ফিজিকাল করা বুজাইছি।হাসবেন্ড মেয়েদের সাথে এমনে নেগেটিভ কথা বলছে মানে প্রেম বিষয় কিছু না।কারো সাথে সম্পর্ক করে নাই।আর এক দুই দিন হইত হাবিজাবি খাইছে।তাইলে এতে শর্ত পূরন হবে না। তাছাড়া আপনি অধিকার প্রাপ্ত ছাড়া শর্ত দিতে পারবেন না।
★
আবার বলছি যে তুমি যদি এই কর (বেশি সম্ভব মনে হই বিয়ের করার কথা বলছি আবার মনে হই যে মেয়েলি বিষয় নেশা নিয়া ই বলছি নাকি)তাইলে আমি একাই ছাড়া হইয়া যাব।বলার সময় অধিকার ছিল কিনা ১০০% সিওর না।তাইলে কোন সমস্যা হবেনা।
(৫)অধিকার প্রাপ্ত বউ যদি সন্দেহ থেকে বা জানার জন্য কোন ঘটনা বইলা মাসলা নেয়, তাইলে মিথা বলার জন্য কোন সমস্যা হবে না।
(৬)হাসবেন্ড যদি বউ কে ভুলে মা বলে ভুলে গেদি বলে বা মজা কইরা গেদি বলে। আর হাসবেন্ড তার মাকে ডাকার সময় বউ যদি উত্তর দেয় তাইলে বউ হারাম হবে না।
(৭) অতিতের সবকিছু ডিলেট করে দিবেন
(৮)কোন বিষয় হুবহু মনে না আসলে। তালাক হইছে কি হই নাই।নেগেটিভ পজিটিভ ৫০%৫০% হইলে, ধরে নিবেন যে,তালাক হয় নাই।
(৯)আমি আমার হাসবেন্ড আমাদের আদর কইরা জা বইলা ডাকি আমার ছেলেকে মাঝে মাঝে তাই বইলা আদর কইরা ডাকি ২ জনে।এতে কোন সমস্যা হবে না
বিঃদ্রঃ
তালাক নিয়ে কাল্পনিক প্রশ্ন পারিবারিক জীবনের জন্য অত্যান্ত ভয়ানক ও ক্ষতিকর।