ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাহল ইবন সা’দ ও আবূ উসায়দ (রাঃ) বর্ণনা করেন।
عَنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ وَأَبِي أُسَيْدٍ قَالاَ تَزَوَّجَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُمَيْمَةَ بِنْتَ شَرَاحِيلَ فَلَمَّا أُدْخِلَتْ عَلَيْهِ بَسَطَ يَدَه“ إِلَيْهَا فَكَأَنَّهَا كَرِهَتْ ذ‘لِكَ فَأَمَرَ أَبَا أُسَيْدٍ أَنْ يُجَهِّزَهَا وَيَكْسُوَهَا ثَوْبَيْنِ رَازِقِيَّيْنِ.
তাঁরা বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমা বিনতু শারাহীলকে বিবাহ করেন। পরে তাকে তাঁর কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন। সে এটি অপছন্দ করল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে এবং দুখানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেবার নির্দেশ দিলেন।[সহীহ বোখারী-৫২৫৬]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১)এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর উত্তম চরিত্রের আলোচনা এসেছে। কারো অপছন্দে তার সাথে রাসূলুল্লাহ সা: সংসার করেননি।
২) ইবনে শারাহীলের কন্যা রাসুল (সা) এর সাথে বিয়ে। যেহেতু সে রাজকন্যা ছিল, তাই সে রাজ পরিবার নয় এমন কারো সাথে সংসার করতে নারাজ ছিল,যেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' তাকে তালাক দিয়ে দেন।
৩)ইবনে শারাহীলের কন্যা রাসুল (সা) এর সাথে শবেমাত্র বিয়ে হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দেন।