প্রশ্ন ১) আমি ও আমার স্ত্রী ফোনের মধ্যে নাটকের এক অভিনেতার বিষয়ে এবং উনার নাটকের সংলাপ বিনিমিয় করছিলাম। আমি একটা ডায়লগ বলছিলাম এবং আমার স্ত্রী উনার অন্য কোন একটা ডায়লগ বলছিলাম। হটাৎ আমার স্ত্রী বলে " *****, ****, *****" ( একটু বুঝে নিবেন দয়া করে)। মোট তিনবার উচ্চারণ করে । আমি চমকিয়ে উঠি এবং স্ত্রীকে জিজ্ঞেস করি এটা কাকে বলেছো? আমার স্ত্রী উত্তর দেয় ",তোমাকে একথা বলিনি ,এটাও নাটকের ডায়লগ ,তোমাকে উদ্দেশ্য করে বলিনি।" আমি একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করি ।উনি আমাকে জিজ্ঞেস করেন কে বলেছে ? আমি মুফতি সাহেবকে বলি আমার স্ত্রী বলেছে। মুফতি সাহেব ফতুয়া দিলেন কোন সমস্যা নাই। স্ত্রী বললে কোন সমস্যা নাই। তখন আমি এই বিষয়ে ইন্টারনেটে মাসলা মাসায়েল ঘাটাঘাটি করে কাবিন নামার ১৮ নাম্বার এর বিষয়ে জানতে পারি, এর আগে এই বিষয়ে আমি আগে জানতাম না। আরো অনেক আগে আমাদের বিয়ের পর একবার স্ত্রী একদিন আমাকে বলেছিল যে ," সামী ***** দিতে পারবেনা না, স্ত্রীকে নাকি ক্ষমতা দেওয়া হয়েছে" এইটা নাকি কাবিননামায় লিখা হয়েছে কিন্তু আমি তখনও জানতাম যে আসলে কাবিননামায় কি লিখা ছিল। আমি আমার কাবিন নামা বের করে দেখি কাবিন নামায় আমার স্ত্রীকে ***** ক্ষমতা দেওয়া হয়েছে এবং সাথে দুইটা শর্ত সামী যদি পাগল ,উন্মাদ হয়ে যায় তখন স্ত্রী অইটা দিতে পারবে।কাবিন নামা দেখে আমি স্ত্রীকে বলি "ওই ক্ষমতা আমি তোমাকে দেইনি,ওই ক্ষমতা কাজী সাহেব দিয়েছেন,আমি জানতাম ও না এই বিষয়ে। আমি ক্ষমতা ( ****** এর অধিকার ) আমার কাছে ফিরিয়ে নিলাম।" স্ত্রীও সম্মতি হয়।
আমার প্রশ্ন হচ্ছে উপরোক্ত ঘটনায় আমার স্ত্রীর ওই ব্যাক্তির ডায়লগ (*****) আমার সামনে বলার কারনে কোন সমস্যা হবে কিনা ? এবং আমি যে স্ত্রীর থেকে **** অধিকার ফিরিয়ে নিলাম ।এইভাবে বলার কারনে আমার স্ত্রীকি তা*** অধিকার হারিয়েছে?
২) এক নাম্বার প্রশ্নের ঘটনার পর স্ত্রীকে বলি , " এক হিসেবে ভালোই হয়েছে, আমি তোমার থেকে অধিকার টা ফিরিয়ে নিতে পেরেছি"।
একথার কারনে কোন সমস্যা হবে ?
৩) আমার স্ত্রীর অই নাটকের ডায়লগ বলার কারনে আমার নতুন করে সন্দেহ হচ্ছে যে অই নাটকের ডায়লগ (*****) শব্দটি আমি কখনো আমার স্ত্রীর সামনে উচ্চারন করেছি কিনা?।এতদিন সন্দেহ হয়নি নতুন করে সন্দেহ হচ্ছে নাকি এটা ওয়াসওয়াসা।
আমার মনে পড়েনা এইরকম কোন কথা বলেছি।আবার ভয় ও হচ্ছে যদি নাটকের সংলাপ বলে থাকি ।
৪) প্রশ্ন লিখতে গিয়ে "সামী ****** দিতে " ভুলে লিখেছিলাম প্রথমে "সামী ****** দিয়ে " এটা লিখেছিলাম । এর দরুন কোন সমস্যা হবে কিনা? আমি তো আসল শব্দটাই লিখতে ভয় পাই তাই সাংকেতিক ভাবে ******** লিখি। এটা তো শরীয়তের ভাষা ও না আর কেনায়া শব্দ ও না ।