আসসালামু আলাইকুম ,
আমি একজন প্রবাসী । প্রবাসে থাকা সময় স্ত্রী বাংলাদেশ থেকে ফোন করে কথা। কথার এক পর্যায়ে স্ত্রী বলে ,"তাকে যেন ছেড়ে দেই "। আমি বলি,
" দেশে আসি, আইসা তখন ছেড়ে দেবো "
অথবা
" আচ্ছা তাহলে আমি দেশে আসি আগে ,তারপর ছেড়ে দেবো"
অথবা
" আচ্ছা তাহলে আমি দেশে আসি "( মানে দেশে আসলে ছেড়ে দেবো)
উপরের তিনটি বাক্যের যেকোন একটি বলেছি সঠিক কোনটা বলেছি সেটা মনে নেই তবে মূলকথা এটা স্ত্রীকে বুঝাতে চেয়েছি যে আমি দেশে যখন আসবো তখন ছেড়ে দেবো। আসলে আমার কোন বাজে নিয়ত ছিলো না ।আমি যদি দেশে আসার কথা বলে ধমক দেই স্ত্রী তাহলে এই ধরনের কথা বলবে না।
তখন স্ত্রী বলে দেশে আসা লাগবেনা , আমি তুমি এভাবেই থাকি কিন্তু আমাদের মধ্যে অই রকম সামী স্ত্রীর সম্পর্ক থাকবে না । যখন দেশে আসবে তখন যেন তাকে ছেড়ে দেই এগুলো আমার স্ত্রী বলে।
আমি বলি যতদিন পর্যন্ত আমি তোমাকে না ছাড়বো ততদিন তুমি আমার স্ত্রী।আর ততদিন সামী স্ত্রীর মতই কথা বলতে হবে চলতে হবে থাকতে হবে।
উপরোক্ত কথায় কোন সমস্যা হবে?
এতদিন নিশ্চিত ছিলাম যে কোন সমস্যা হবে না কিন্তু এখন ওয়াসওয়াসায় আক্রান্ত হয়ে টেনশনে পড়লাম যে কোন সমস্যা হবে কিনা।