আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
118 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
১।রোজা অবস্থায় ট্যাং এর শরবত বানানোর সময় ট্যাং এর গুড়া বাতাসের সাথে গলায় চলে যায় দুর্ঘটনাবশত। এতে কি রোজা নষ্ট হয়ে গিয়েছে?
২।নামাজে অনেক সময় সিজদার সংখ্যা নিয়ে সন্দেহ হয়।সতর্কতাবশত শেষ রাকাতে ৩ সিজদা করে সাহু সিজদা করে নিলে কি সালাত সহিহ হবে?
৩।নিশ্চিতভাবে সন্দেহ না থাকলেও সতর্কতাবশত সাহু সিজদা করা যাবে কি?
৪।নামাজ একবার পড়ার পর যদি মনে হয় ঠিকমত মনোযোগ ছিল না তাহলে ২য় বার মান উন্নয়নের জন্য ওই সালাত পড়া যাবে কি?
৫।নাপাক কাপড় (অদৃশ্য নাপাকিযুক্ত) ৩ বার ধোওয়ার সময় ৩ বারই কি ভালোভাবে নিংড়াতে হবে?এই নিংড়ানোর সীমা কতটুকু?কখন বুঝা যাবে যে কাপড় পাক হয়ে গেছে?দেখা যায় যতই নিংড়াই না কেন একটু পানি বেরই হতে থাকে
৬।ট্যাপের পানি ছেড়ে (বালতিতে না নিয়ে)নাপাক কাপড় ধুলে কি একবার ধৌত করাই যথেষ্ট হবে?এক্ষেত্রেও কি ভালোভাবে নিংড়াতে হবে?

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রোজা অবস্থায় ট্যাং এর শরবত বানানোর সময় ট্যাং এর গুড়া দুর্ঘটনাবশত বাতাসের সাথে গলায় চলে যায় এবং ট্যাংয়ের স্বাদ গলায় অনুভূত হয়, তাহলে এতে রোজা নষ্ট হয়ে যাবে।

(২)
নামাজে যদি হঠাৎ মনে মনে কনফিউশান হয় যে, সূরা মিলালাম কিনা? বা তাশাহুদ পরলাম কিনা? তাহলে তাহাররি তথা গভীর চিন্তাভাবনা করে কোনো একদিককে নির্দিষ্ট করে সেই অনুযায়ী নামায পড়া এবং শেষে সাহু সিজদা দেয়া।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1797

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাজে যদি সিজদার সংখ্যা নিয়ে সন্দেহ হয়, তাহলে সতর্কতাবশত শেষ রাকাতে ৩ সিজদা দেয়ার কোনো সুযোগ নাই।বরং গভীর চিন্তাভাবনা করে  সিদ্ধান্ত নিতে হবে।

(৩)নিশ্চিতভাবে সন্দেহ না থাকলেও সতর্কতাবশত সাহু সিজদা করা যাবে। তবে দুনুদিকে সালাম ফিরিয়ে তবেই সাহু সিজদা করতে হবে।নতুবা নামায হবে না।

(৪)নামাজ একবার পড়ার পর যদি মনে হয় ঠিকমত মনোযোগ ছিল না, তাহলে ২য় বার মান উন্নয়নের জন্য ওই সালাত পড়া যাবে। দ্বিতীয়বারের টা নফল হবে।

(৫)নাপাক কাপড় (অদৃশ্য নাপাকিযুক্ত) ৩ বার ধোওয়ার সময় ৩ বারই ভালোভাবে নিংড়াতে হবে।এমনভাবে নিংড়াতে হবে, যেন নিংড়ানোর পর টপ টপ করে পানি বের না হয়।

(৬)ট্যাপের পানি ছেড়ে (বালতিতে না নিয়ে)নাপাক কাপড় ধুলে একবার ধৌত করাই যথেষ্ট হবে।এক্ষেত্রেও ভালোভাবে নিংড়াতে হবে। কেননা ট্যাপ ছেড়ে দিলে সেটা প্রবাহিত পানির হুকুমে চলে যায়। তবে নাজাসত দৃশ্যমান থাকলে নাজাসত দূর হওয়া পর্যন্ত ধৌত করতে হবে।

فلو زالت عينها بمرة اكتفى بها ولو لم تزل بثلاثة تعسل الى أن تزول (الفتاوى الهندية-1/42)
(وَ) قُدِّرَ (بِتَثْلِيثِ جَفَافٍ) أَيْ: انْقِطَاعِ تَقَاطُرٍ (فِي غَيْرِهِ) أَيْ: غَيْرِ مُنْعَصِرٍ مِمَّا يَتَشَرَّبُ النَّجَاسَةَ وَإِلَّا فَبِقَلْعِهَا كَمَا مَرَّ، وَهَذَا كُلُّهُ إذَا غُسِلَ فِي إجَّانَةٍ، أَمَّا لَوْ غُسِلَ فِي غَدِيرٍ أَوْ صُبَّ عَلَيْهِ مَاءٌ كَثِيرٌ، أَوْ جَرَى عَلَيْهِ الْمَاءُ طَهُرَ مُطْلَقًا بِلَا شَرْطِ عَصْرٍ وَتَجْفِيفٍ وَتَكْرَارِ غَمْسٍ هُوَ الْمُخْتَارُ (الدر المختار مع رد المحتار-1/541-543، زكرريا، 1/332-333، سعيد)
الثوب النجس إذا غسل ثلاثا وعصر فى كل مرة، ثم تقاطر منه قطرة فأصاب شيئا قال ينظر إن عصر فى المرة الثالثة عصرا بالغ فيه حتى صار بحال لو عصر لم يسل منه الماء فالثوب طاهر واليد طاهرة، وما تقاطر طاهر، وإن لم يبالغ فى العصر بالمرة الثالثة وكان الثوب بحال لو عصر سال فالثوب نجس واليد نجس وما تقاطر نجس (المحيط البرهانى-1/379)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,140 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 141 views
0 votes
1 answer 147 views
+1 vote
1 answer 120 views
...