ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি বিবিকে উদ্দেশ্য না করে বরং পূর্বে একথা বলা হয়েছে কি না? তা যাচায়ের জন্য বলে - তোকে তামাক (দয়া করে শব্দটি বুঝে নিবেন) তাহলে কোন সমস্যা হবে না। কেননা নিয়ত ব্যতিত তালাক হয় না।
(২) কেউ যদি বিবিকে উদ্দেশ্য না করে ভুল উচ্চারণ করে বলে - তোকে তায়ালাক । তাহলেও কোনো সমস্যা হবে না।
(৩) ওয়াস্বাসাগ্রস্থ ব্যক্তি যদি বলে - বিবিকে উদ্দেশ্য না করে বরং পূর্বে একথা বলা হয়েছে কি না? তা যাচায়ের জন্য বলে - তোকে তামাক, তাহলেও কোনো সমস্যা হবে না।
(৪) কাফফারার রোজা লাগাতার রাখার পর যদি কোনও কারণে রোজা নষ্ট হয়, যেমনঃ কুলি করার সময় হটাৎ গলার ভেতর পানি চলে যাওয়া । তাহলে সেই ব্যক্তি উক্ত রোযাকে কাযা করে নেবে।
(৫) কুরআনের পর অন্য ধর্মগ্রন্থ পাঠ করা হয় এমন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করা যাবে।তবে অন্য গ্রন্থ পাঠের সময় বসে থাকা যাবে না।অন্য ধর্ম গ্রন্থের পাঠ শ্রবণ করা যাবে না।
(৬) কেউ যদি বলে গুটুইলা রোজা ( এর মানে হল বাচ্চাদের বলা হয় অর্ধেক বেলা রোজা রাখতে ) এর দরুন ঈমানে কোনো সমস্যা হবে না।
(৭) এই লেখার দরুন কোন সমস্যা হবে না।