১/ অনেকে দেখি বিয়ে থাকা অবস্থায় এক-ই ব্যক্তিকে আবার বিয়ে করে।মানে তারা স্বামী-স্ত্রী বৈবাহিক সম্পর্কেই আছে,কিন্তু কোন অনুষ্ঠান উপলক্ষ্যে ঢং করে আবার বিয়ে করে।
সেই বিয়ে কি জায়েজ হয়?মানে এতে তাদের বিবাহ কি শুদ্ধ থাকে?
২/এরকরম বিবাহতে যে নতুন করে মোহরানা ধরে, স্বামীকে কি সেই মোহরানা দিতে হয়?যদি আগের মোহরানা না দিয়ে থাকে তাহলে ঐটাও দিতে হবে?নতুনটাও দিতে হবে?
৩/ স্বামীকে তার স্ত্রী বললো,আমরা আবার বিয়ে করবো নতুন করে।স্বামী বললো,এসব হয় নাকি?নাফরমানি কাজ এই সেই কতক্ষন বললো (মনে হয় মজা করে)।
এরপর বউ বললো,আরে না করবো।তখন স্বামী বললো, তাহলে তো প্লাসে প্লাসে মাইনাস হয়ে যাবে মানে বিয়ে থাকা অবস্থায় আাবার বিয়ে হলে,বিয়েটাই ভেঙ্গে যাবে ওদের।
এখন স্ত্রী হলো ওয়াসওয়াসার রুগি সে ভয় পাচ্ছে,এই কথার দ্বারা তাদের বিবাহে কোন সমস্যা হলো কি না?
৪/স্বামী যে বললো প্লাসে প্লাসে মাইনাস হয়ে যাবে মানে বিয়ে ভেঙ্গে যাবে।এটা কি শর্তযুক্ত বা কেনায়া তালাকে পরে?ওরা যদি সত্যি বিয়ে করে নতুন করে তাহলে কি ওদের বিয়ে ভেঙ্গে যাবে?
৫/ আমি এই প্রশ্নটা অলরেডি করছি যে "স্বামী যদি বিয়ার আগে বলে থাকে বিয়ে হলেও তালাক না হলেও তালাক" এতে এক তালাক পতিত হয়ে যাবে।কিন্তু স্বামী অস্বীকার সে এমন কিছু বলে নাই,স্ত্রীও নিশ্চিত না।আবার স্ত্রী ভাবে তার তো এমন অনেক ঘটনাই মনে থাকে না,আগের কিছু জিজ্ঞেস করলে বলে,মনে নাই অথচ স্ত্রীর মনে আছে।
এরকম দোটানা সন্দেহে হুজুর পরামর্শ দিয়েছে,এসব সন্দেহ বাদ দিয়া সংসার করতে।স্ত্রীও ভাবলো এটাই হোক।
বাট এরপর আবার গন্ডগোল,হুট করে এরকম একটা কিছু মনে হওয়াতে স্বামীকে আবার তাদের বিয়ে পরানোর কথা বলাতে "" স্বামী বললো প্লাসে প্লাসে মাইনাস হয়ে যাবে,মানে বিয়েতে থাকা অবস্থায় বিয়ে হলে বিয়ে ভেঙ্গে যাবে।এখন বউ যেহেতু ওয়াসওয়াসার রুগি সে যদি কখনো এমন সন্দেহ করে পাগলামি করে বিয়ে করতে চায় তার জামাইকে আবার.... এতে কি তার বিয়েতে সমস্যা হবে?যেহেতু জামাই আজকে বলছে,প্লাসে প্লাসে মাইনাস হয়ে যাবে।এ কথার দরুন কি তারা বিয়ে করলে সমস্যা হবে আসল বিয়েতে?এটা কি শর্ত হয়ে গেলো নাকি অন্য কিছু বুঝতেছি না।