১/বিয়ের আগে মেয়ে যদি বলে তোমাকে তালাক দিয়ে দিলাম,ছেলে বললো ওকে।এরপর তাদের বিয়ে হলো এতে কি পরে তালাক হবে?(মেয়ের তালাকের অধিকার আছে শর্তমতে)
২/ বিয়ের আগে মেয়ে বললো তুমি ১,২,৩ তালাক।ছেলে বললো"""""তুমিও তালাক""'''পরে বিয়ে হলো,এতে কি তালাক হবে?ছেলে যে উল্টো বললো "" তুমিও তালাক""
৩/ আবার যদি বিয়ের আগে মেয়ে বললো,তুমি তালাক। ছেলে বললো,তুমিও তালাক।
মেয়ে তখন বললো,বিয়ের আগেই দিয়ে দিলা নাকি?ছেলে যদি তখন বলে""""হ্যা বিয়ের আগেই দিয়ে দিলাম"""এতে কি তালাক হবে কারন পরে তাদের বিয়ে হইছলো।""হ্যা বিয়ের আগেই দিয়ে দিলাম"" এ কথায় কি সমস্যা হবে?
৪/ উপরের প্রশ্নের সাথে মিল রেখে বলছি,মেয়ে যখন বললো,বিয়ের আগেই দিয়ে দিল?ছেলে বলছে,হুম পরে লাগবে না,আগেই।
এটা কি তালাক হলে?"" পরে লাগবে না আগেই দিলাম,এতে কি সমস্যা হবে"?
উপরের সব কয়টার প্রশ্নের উত্তর যদি না হয়,এতে কারন কি?এগুলা কোন শর্তযুক্ত তালাক না সে জন্য?
৫/আমি ওয়াসওয়াসা রোগী সেজন্য আমার হাজব্যান্ড আমার কথা পাত্তা দেয়না সে বলে আগে এমন কিছু হয় নাই বাট আমার সন্দেহ হয়। এখন আমি ধরে নিলাম,আমার সন্দেহ ভুল।সে এমন কিছু বলে নাই।
কিন্তু কথা হচ্ছে মাঝে মাঝে আমি তাকে পারিবারিক ব্যাপারে কিছু জিজ্ঞেস করি পূর্বের ঘটনা নিয়ে "" সে বলে সে এসব মনে করতে পারছে না তার মনে নাই অথচ স্পষ্ট আমার মনে আছে""
এখন আমি সন্দেহ করি তার হয়তো এ ব্যাপারে কিছু মনে নাই বাট বলছে।
এ ক্ষেত্রে সমাধান কি?আমি কি সিদ্ধান্ত নিবো?আমি নিজেও তো শিউর না,একবার মনে হয় বলছে নাকি,আবার মনে হয় সব শয়তানের খেলা
৯/
(পূর্বে একটা প্রশ্ন করেছিলাম,বিয়ের আগে যদি বলে থাকে "বিয়ে হলেও তালাক না হলেও তালাক"উত্তর হলো,..তাহলেে বিয়ে হলে এক তালাক হবে আর নতুন করে বিয়ে করতে হবে "
এটা নিয়া খুব টেনশনে আছি আমি..যদিও আমার স্বামী বলতেছে যে এসব বলে নাই কিন্তু আমার সন্দেহ শেষ হচ্ছে না** কারন স্পষ্ট অনেক ঘটনা নিয়ে তাকে যদি আমি কিছুদিন পর জিজ্ঞেস করি সেই ব্যাপারে সে বলে তার মনে নাই....)
ক.
এখন আমি কি সিদ্ধান্ত নিবো?আমি নিজে ওয়াসওয়াসার রুগি তাই এটা ভাবা বাদ দিবো,
খ.
নাকি স্বামীর আগের ঘটনা মনে থাকে না সেটা ভেবে সিদ্ধান্ত নিবো?এ ব্যাপারে নতুন করে বিয়ে করতে পড়তে বললে সে পড়বে না কারন সে বলে সে এমন কিছু বলে নাই...
১০/ আমি কি সন্দেহ করে বিয়ে পরানোটা ঠিক হবে?
১১/ বিয়ে পরতে হলে তাকে এ ব্যাপারে জানানো যাবে না যে আমরা ঐসব কারনে আবার বিয়ে পড়ছি,তাকে বলতে হবে এমনি শখ করে করে করতেছি বিবাহ বার্ষিকি উপলক্ষ্যে বা ঢং করে।এমন বাহানা দিয়ে বিয়ে করে নিলে কি শুদ্ধ হয়ে যাবে?যদি সে আসল কারন না জেনে থাকে।
১২/ "তালাক দিলাম" এমন প্রশ্নের মাসয়ালা জানার জন্য লিখলো,পড়ে আবার তা পড়লো মুখে উচ্চারন করে।এতে কি সমস্যা হবে?জাস্ট চ্যাক করলো কি লিখলো