আসসালামু আলাইকুম। আবুল খায়ের কোম্পানি মূলত বিজনেজ শুরু করে টোবাক্কো দিয়ে। কিন্তু এখন এই কোম্পানির আন্ডার এ টোবাক্কো (তামাক/বিড়ি) এগুলা ছাড়াও আরো অনেক ইন্ডাস্ট্রি আছে। যেমন শাহ সিমেন্ট, যে ইন্ডাস্ট্রি শুধু সিমেন্ট তৈরীর সাথে জড়িত। কেউ যদি এই সিমেন্ট ইন্ডাস্ট্রি তে চাকরী করে তার ইনকাম কি হালাল হবে?