১.
https://ifatwa.info/75076/ এই লিঙ্কে বলা হয়েছে ঈমান হবে না । হুজুর আমি তালাক সংক্রান্ত প্রশ্ন করেছি। Plz উত্তর টা ঠিক করে দিবেন।
২. হুজুর দিয়ে আমি মনে মনে ওই রকম করে বলে দেখছিলাম উচ্চরণ হচ্ছে কি তাই, মনে মনে ভাবছি ওই কথা টা , মুখে উচ্চরণ করিনি ভাবতে সময় খুবই সামান্য পরিমাণে জিহ্ববা নড়ছিলো। খুবই সামান্য পরিমাণে। হুজুর মুখ দিয়ে উচ্চরণ হয়নি হালকা বাতাস বেরিয়েছে। এর জন্য কি তালাক হবে?
৩. হুজুর আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?
৪. হুজুর কিছু খাচ্ছি বা পানি খাচ্ছি তখনি মনে মনে শর্ত তালাকের কথা বলে হচ্ছে, কিছু খেলে তো জিহ্ববা নড়বে। কিন্তু মুখে উচ্চরণ করিনি। কিছু খেতে গেলে তো জিহ্ববা নড়বে সেই সময় তালাকের কথা মনে হলে কি তালাক হবে? আমি তো উচ্চরণ করছিনা মনে মনে হচ্ছে। হুজুর তালাক হবে না তো?
৪.১ হুজুর পানি খেতে যাবো তখন গলা তে চুলকাচ্ছিল তাই আমি গলা টা পরিষ্কার করলাম সেই সময় পানি খেতে যাবো দিয়ে শর্ত তালাক এর কথা মনে হচ্ছিল, হুজুর গলা টা পরিষ্কার করার জন্য গলাতে শব্দ করে গলা টা ঝেড়ে নিয়েছি। মুখে কোনো উচ্চরণ করিনি। হুজুর । এর পর যদি পানি খাই তাহলে তালাক হবে না তো? আমি মুখে উচ্চরণ করিনি। গলা টা ঝেড়ে নিয়েছি তাই শব্দ হয়েছে। তালাক হবে না তো হুজুর?
৫. আপনাদের কে বলার জন্য কিছু হবে না তো?
৬. একটা ভিডিও দেখছিলাম হিন্দি ভিডিও। কমেন্ট বক্স এ একটা হিন্দু ছেলে লিখেছে , kis kis ko nabi ka ummati hona pasand hai হুজুর জার বাংলা মানে কার কার নবীর সা: এর উম্মত হতে পছন্দ। আমি এই টা দেখে লাইক করেছি। অবশ্যই আমি নবীর সা: এর উম্মত হতে পারে নিজেকে ভাগ্যবান মনে করি। তাই আমি কমেন্ট এ হ্যাঁ বাঁচক উত্তর দিয়ে লাইক করেছি। যে আমি পছন্দ করি, হুজুর আমি তো আগে থেকেই নবীর সা: উম্মত । তাহলে এইখানে বলা হয়েছে কে কে উম্মত হতে পছন্দ, সেই উত্তরে আমি হ্যাঁ বাচক দিয়ে লাইক করেছি। আমি তো আগে থেকেই নবীর উম্মত। তাহলে এই খানে নতুন করে হ্যাঁ বাচক লাইক করার জন্য কি নতুন করে আবার নবীর উম্মত হতে হবে?? ঈমানের কোনো সমস্যা হবে? হুজুর আমি নবীর উম্মত আছি তো হুজুর না হলে শেষ হয়ে যাবো ?
৭. আমার ঈমান ঠিক আছে তো হুজুর? হুজুর এই রকম প্রশ্নের জন্য ঈমানের কোনো সমস্যা হবে না তো?
৮. হুজুর একটা বন্ধু বলছে আজকে এক অক্ত ও নামাজ পড়িনি গো , আজ যখন পড়িনি আর পড়বই না বাড়া তাই বলছে একটু হেসে তাই বললো,
আমি সুনে সঙ্গে সঙ্গে একটু এমনি হাসি মুখে বললাম এই সব বলতে হয়না ভাই । হুজুর আমার ঈমান ঠিক আছে তো?
৯. হুজুর শয়তানের ওয়াসওয়সা তে মুখে উচ্চরণ না করে মনে মনে ইলা হয়?
৯.১ হুজুর মনে মনে যদি শয়তানের ওয়াসওয়াসা তে পড়ে মনে মনে ঈলার কসম হয়ে জাই তাহলে কি ইলা হবে? মুখে উচ্চরণ করেনি যা হয়েছে মনে মনে এক্ষেত্রে কি ইলা হবে?
৯.২ হুজুর ইলা র কসম করে যদি স্ত্রীর কাছে গিয়ে এমনি স্বামী সুলভ আচরণ করে, বা সহবাস করলে ইলা ভঙ্গ হবে? ইলা ভঙ্গ হলে কি বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে তো?
৯.৩ ইলার কসম করলে কত দিনের মধ্যে ইলা ভঙ্গ করতে হয়? সময় সীমা কতদিন।একটু বলবেন।
১০. হুজুর হয়ত কোনো দিন স্ত্রী কে রাগ করে বলেছি , সহবাস করবো না কোনো কসম করিনি । কসম না করে এমনি বলেছি, তার পরও সহবাস করেছি। হুজুর কখনো ৪ মাস অতিক্রান্ত হয়নি। হুজুর কসম করে তো বলিনি এমনি বললে বলেছি , একবার বলেছি অনেক দিন হলো সহবাস করিনি , তাই স্ত্রী কে মজা করে বলছি অনেক দিন তো করিনি , কি ভাবে সহবাস করে তাই ভুলে যাবো । এমনি বলেছি। হুজুর কোনো কসম করে বলিনি। হুজুর আমার কি ইলা হবে?
১১.তার পর স্ত্রী কে রাগ করে বলেছি সহবাস করবো না। কিন্তু কোনো কসম করে বলিনি। আমি যখন সহবাস করতে চেয়েছি স্ত্রী হয় তো রাজি ছিল না , দিয়ে আমি বলেছি করবো না সহবাস। কিন্তু হুজুর কোনো কসম করে বলিনি। এমনি নরমালি বলেছি। এর জন্য কি ইলা হবে?
১২. হুজুর শুয়ে ছিলাম , দিয়ে পা টা ওপরে দিক করে আবার নিচে নামাচ্ছি, হটাৎ শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে কাবা শরীফের এর দিক পা করছি ( লাথি মারছি) আস্তাগিরুল্লাহ আস্তাগিরুল্লাহ নাউজবিল্লা। হুজুর সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে হচ্ছে। আল্লাহ কসম হুজুর শয়তানের ওয়াসওয়াসা তে এমন হয়েছে। হুজুর আমি এই সব ভাবতে চাইনি শয়তানের ওয়াসওয়াসা তে এমন হয়েছে। হুজুর মনে মনে এমন ভাবনা হওয়ার জন্য কি ঈমান চলে যাবে? শেষ হয়ে যাচ্চি হুজুর।