আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
154 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম
সম্মানিত মুহতারামগণ,আমার অনেক কিছু বলার আছে কিন্তু সংক্ষিপ্তভাবে কিছু বিষয় জানাতে চাই।আমি জয়েন ফ্যামেলিতে থাকি।যেখানে জা,ভাসুর, শশুর, শাশুড়ী  সবাই থাকেন ননদরাও কিছুদিন পরপর।এত বেশি ব্যক্তিগত আক্রমণ আর অপবাদ দেয়া হয় যেগুলো সহ্য করতে অনেক অসুস্থ হয়ে পড়ি কান্নাকাটি করি।বিষয়টা এমন যে ভাত খেতে গিয়ে ভাতের লোকমাটা কিভাবে মুখে দি সেটাও তারা নজর রাখেন এবং সেটা নিয়েও সমস্যা হয়।নিজের পার্সনাল শোয়ার ভঙ্গিটা নিয়েও তাদের সমালোচনা করতে হয়।নিজের সবটুকু দিয়ে কাজ করার পরও দিন শেষে শুনতে হয় কোন কাজেই হাত দি না।এছাড়া পর্দার সমস্যা, মানসিক প্রেসার। সংসারে কারো গায়ের ওড়না ঠিক না থাকায় জাওজের নজরের হিফাজতে কষ্ট।সব কিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খুব সামান্য স্যালারিতেও বেরিয়ে যাব।কিন্তু সমস্যা হচ্ছে আমার শশুর খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ এখনো ছেলেদের সংসার নিজেই চালাচ্ছেন মা শা আল্লাহ। ওনারা যখন শুনবেন আমরা বেরিয়ে যাব শাশুড়ী কান্নাকাটি করে অসুস্থ হতেও পারেন অনেক বেশি কষ্ট দেবেন এটা শোনার পরই।শশুড়ও  কষ্ট পাবেন বাড়ীর অন্যান্য মানুষগুলো আরও উষ্কানি দিবে তাদের কষ্ট আর রাগ দুটোই বাড়াবে।আমাদের আসলে এতে গুনাহ হবে কিনা??আমি এখান থেকে যেতাম না যদি না তারা একটা সমাধানে আসতো।তারা অশান্তি করবে,সমস্যা বের করবে কিন্তু সেটার সমাধান চাইবে।এছাড়াও আমাদের ব্যাক্তিগত সম্পর্কেও এটার প্রভাব পড়ে কোন ভাবে টের পেলে জা এটা নিয়ে সবার সামনেই বলতে থাকে বার বার।কি করতে পারি আমার বরের আর্থিক অবস্থা খুব খারাপ যেখানে এই নতুন সংসারই হিমশিম খেতে হবে সেখানে চাইলেও বাবা মাকে কিছুদিন আর্থিক সাহায্য করতে পারবেন না এতে গুনাহ হবে কিনা?শশুরের নিজের ইনকাম আলহামদুলিল্লাহ আছে।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত উকবাহ ইবনে আমের রাযি থেকে বর্ণিত,
عن عقبة بن عامر: أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء» فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت»
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা গায়রে মহিলাদের ঘরে প্রবেশ থেকে বেঁচে থাকো।একজন আনসারি সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাঃ! দেবরের সম্পর্কে আপনি কি মনে করেন/কি হুকুম?
রাসূলুল্লাহ সাঃ বললেন,দেবর হল,মৃত্যু।(সহীহ বোখারী-৫২৩২)
সহীহ বোখারীর বিশিষ্ট টিকাকার মুস্তাফা আল-বাগা বলেন, এখানে হামউন শব্দ দ্বারা স্বামীর সকল নিকটাত্মীয় পুরুষ উদ্দেশ্য। যেহেতু এদের সাথে দেখাসাক্ষাৎ ও কথাবার্তাকে মানুষ তত গুরুত্ব সহকারে নেয় না, তাই এখানে ফিতনার সমূহ সম্ভাবনা বিদ্যমান।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/430

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণিত বিবরণ অনুযায়ী আপনি আপনার স্বামীকে নিয়ে পৃথক থাকতে পারবেন। তবে আপনার স্বামী সর্বদাই তার মাতাপিতার খেদমতে নিজেকে নিয়োজিত রাখবে। আপনি মনে রাখবেন, প্রতেক সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নীচে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...