১/ বিয়রে আগে যদি কোন মেয়ে নিজেকে তালাক দেয় আর এরপর বিয়ের পর যদি সে তালাকের অধিকার পায় (কয়েকটা শর্ত নিয়)তাহলে কি তার তালাক পতিত হবে?বিয়ের আগে এমন কাজ করার জন্য
২/ প্রেমিক বিয়ের আগে মজা করে বলে বিয়ে হলেও তালাক না হলেও তালাক,এতে কি বিয়ের পর সে মেয়ের উপর তালাক হয়?তারা কি হারাম?
৩/শ্বশুড়ের বয়স ৭০,উনি প্যারালাইজড,ব্রেন স্ট্রোকের রুগি।১ হাত,১ পা অচল।বাথরুমও করতে পারে না নিজে।কথা গুছিয়ে বলতে পারে না।
বিয়ের পর উনি আমার হাত ধরে জিগায়,ভালো আছো?বা অনেক সময় আমি উনার মাথায় হাত দিয়ে উনার চুল দাঁড়ি ঠিক করে দিয়েছি নিজের বাবার মতো।এতে কি উনি উত্তেজিত হতে পারে?আমার খুব টেনশন হচ্ছে।উনার বয়স তো অনেক,আমি কি ধরে নিবো বুঝতেছি না।
৪/ বিয়ের পর ১ম বার আমার হাত কড়জোরের মতো করে ২ হাতে আমার হাত ধরে বলতেছে,তুমি ভালো আছো?সেদিন আমার খুব অস্বস্তি লাগছে, কেমন জানি,আমি নিজে শিউর না আমার পক্ষ থেকে এটা উত্তেজনা নাকি অস্বস্তি,যেহেতু আমি এমনটা আশা করি নি।পরে বুঝলাম উনি আসলে অসুস্থ, তাই এরকম করে কথা বলে।যেমন কপালে হাত দিয়ে সালাম দাও,রুমে ঢুকলে হুট করে জিগায়,ভালো আছো?আবার জিগাবে শরীর ভালো?আবার বলে আমি তো সুন্দর করে কথা বলতে পারি না(আগে পশু ডাক্তার ছিলো)।পরে এমন অদ্ভুত কথায় বুঝলাম,ব্রেনের ক্ষমতা অনেকটাই কমে গেছে।
এই হুরমত সম্পর্কে জেনে টেনশন হচ্ছে এখন আমার
৫/ বিয়ের আগে মজা করে এক বান্ধুবি আরেক বান্ধুবিকে বলতো তোকে তালাক দিয়েঋল দিয়েছি এতে এখন কি কারোর সমস্যা হবে?২জনেই বিবাহিত মেয়ে এখন
৬/ বিয়ের আগে প্রেমিক যদি বলে তুই তালাক তাহলে কি তার সাথে বিয়ের পর তালাক হয়ে যাবে?
৭/ বিয়ের আগে প্রেমিকা বলতেছে ব্রেকাপ,ছেলে বললো তালাক দিয়া দিলা নাকি?মেয়ে বললো,হুম।ছেলে বললো বিয়ের আগেই?মেয় বললো,হুম।
ছেলে বললো, ওকে যাও।তাহলে তালাক।বা তুমিও তালাক।মানে বিয়ের আগেই বললো যে বিয়ের আগেই তালাক
পরে তাদের বিয়ে হলো,এতে কি তালাক হয়ে গেলো?
বিঃদ্রঃ- আমি একটা গাধা,ছাগল মনে হচ্ছে নিজেকে,নিজে নিজে অনেক প্রশ্ন বানাচ্ছি,সন্দেহ হচ্ছে,কি যে করতেছি নিজেই জানি না।মনে হচ্ছে এগুলা বলছি কি কখনো?আবার মনে হচ্ছে,বলি নাই,আবার মনে আসে.... কি যে লাগতেছে।অসহ্য এই জীবন