১.হুজুর খারাপ জায়গাতে ইসলামের কোনো জিনিস কে মনে করলে ঈমান চলে যায়, আমি ওয়াসওয়াসা রুগী। হুজুর বাথরুম এ গিয়ে না না কথা মনে হয়। সঙ্গে সঙ্গে আমি অন্য মনস্ক হয়ে জাই। আজকে বাথরুম এ গিয়েছি দিয়ে বাথরুম করছি সঙ্গে সঙ্গে কাবা শরীফের এর কথা মনে পড়েছে সঙ্গে সঙ্গে মন কে অন্য মনষ্ক করে ফেলার চেষ্টা করেছি। বাথরুম থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়েছি। হুজুর আমার ঈমান চলে যাবে না তো? বাথরুম এ মনে মনে আস্তাগিরুল্লাহ পড়েছি। আমার ঈমান চলে যাবে না তো?
২.বাড়ির পাশে যে সব হিন্দু বা অমুসলিম থাকে তাদের কে কি কাফের বলে ডাকতে হবে, কাফের কে কাফের না বললে ঈমানের সমস্যা হবে, তাহলে তাদের কে কাফের বলবো নাকি মনে মনে ভাবলেই হবে? এতে ঈমান ঠিক থাকবে তো?