আসসালামু আলাইকুম
গতকাল দুপুর বেলায় একজন শায়েখ থেকে কেনায়া শব্দের বিষয়ে একটা ফতুয়া গ্রহন করি। উনি বলেছে অন্তরে নিয়ত থাকা লাগবে । এমন করে অন্তরে নিয়ত নিয়ে আমি কখনো বলিনি তাই নিশ্চিন্ত থাকি।
রাতের বেলা খাবার খেতে বসি তখন মেসেজে স্ত্রী জানতে চায় তুমি এখনো ঘুমাওনি? আমি স্ত্রীকে আমার চোখে ঘুম লিখতে গিয়ে প্রথমে "আমার এক্স " লিখে ফেলি।পরে লিখাটা সংশোধন করি। কারন মোবাইলের c বাটন X বাটন টা পাশাপাশি ।চোখে লিখতে c বাটন প্রেস করতে গিয়ে x বাটনে চাপ পরে। আমি ভয় পেয়ে সাথে সাথে মনে মনে বলি আমার কোন নিয়ত নেই।পরে খাবার খাই হাটাহাটি করি ৫/৭ মিনিট আবার শুতে আসি। এই চিন্তা থেকে মুক্ত থাকতে শুয়ে থাকি।
শুতে এসে অইযে দুপুরে যেই শায়েখ থেকে ফতুয়া নিয়েছি অই বিষয়ে মনে পড়ে। উনি বলেছিল অন্তরে নিয়ত থাকা লাগবে।অই শায়েখ উত্তরের কথা চিন্তা করে উনাকে যেই বিষয়ে প্রশ্ন করেছিলাম তখন সেটার কথা চিন্তা করছিলাম মনে মনে
, " ১**** নিয়ত , ২ **** নিয়ত, অথবা **** নিয়ত থাকতে হবে, আমার তো কোন নিয়ত ছিলোনা তাহলে কোন সমস্যা নেই"।
এইটা মনে মনে চিন্তা করি দুপুরে শায়েখের উত্তরের কথা চিন্তা করে।কিন্তু আমার মনে ওয়াসওয়াসা আসে মনে মনে যেই চিন্তার কথা লিখলাম
"১**** নিয়ত , ২ **** নিয়ত, অথবা **** নিয়ত থাকতে হবে, আমার তো কোন নিয়ত ছিলোনা তাহলে কোন সমস্যা নেই"।
সেটা নাকি স্ত্রীকে ভূলে যে টাইপ করে পরে লেখা সংশোধন করলাম ,সেই বিষয়ে নাকি নিয়ত করলাম। কিন্তু আল্লাহর কসম আমি আসলেই দুপুরের শায়েখের কথা চিন্তা করছিলাম যখন আমি মনে মনে নিয়তের কথা চিন্তা করি।
এর দারা কোন সমস্যা হবে ?