ওয়াআলাইকুম ওয়াস্সালাম
জি, সফরের নিয়তে এবং ১৫ দিনের কম থাকার নিয়তে; ন্যুনতম ৪৮ মাইল দূরত্বের গন্তব্যে, নিজ এলাকা অতিক্রম করার পর একজন ব্যক্তি মুসাফির হয়ে যাবে। সো তাকে কসর নামায অর্থাৎ দুই রাকাত এর স্থলে চার রাকাত পড়বে। (ওয়াআল্লাহু আলাম)
উত্তর প্রদানে
আরিফুল ইসলাম, ফিক্বহ ডি. আই ও এম।