আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমি আর আমার স্ত্রী র মধ্যে আলোচনা হচ্ছিল যে আমরা সন্তান নিবো। দিয়ে হুজুর আমি বাথরুম এ গিয়েছিলাম , দিয়ে হটাৎ মনে হচ্ছে , সন্তান নিলে তালাক। এই রকম মনে হচ্ছিল, মুখে উচ্চরণ করিনি, শয়তানের ওয়াসওয়াসা তে মনে মনে এমন হচ্ছিল। মাজে মাঝে মনে হচ্ছে যা মনে হয়েছে ঠিক মনে হয়েছে। আস্তাগিরুল্লাহ । শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে হয়েছে , মুখে উচ্চরণ করিনি। হুজুর আমরা যদি এখন সন্তান নিয়ে ফেলি তাহলে কি তালাক হয়ে যাবে?
২. আপনাদের কে বললাম বিষয় টা , এর পর সন্তান নিলে কি তালাক হয়ে যাবে?
আমর। খুব চিন্তা হচ্ছে হুজুর। আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে তো?
৩. ঘুমিয়ে ছিলাম হঠাৎ ঘুমের মধ্যে মুখ ভেংচিয়ে উঠলাম। ঘুমের মধ্যে মনে মনে বা স্বপ্নে শর্ত তালাক এর কিছু দেখলাম দিয়ে মুখ ভেংচিয়ে উঠলাম । কিন্তু মনে নেই ঘুমের মধ্যে কি হয়েছে এর জন্য কি তালাক হবে?
৪.হুজুর আমি আর প্রশ্ন করবো না । আমাকে বলেন আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?
আর আমরা যদি সন্তান নিয়ে ফেলি তাহলে আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে তো?
৫ . আর মনে মনে , হাজার ও শর্ত তালাক এর কথা মনে হোক না কেনো মুখে উচ্চরণ না করলে তো কোনো তালাক হবে না তাই না?
আমি আর প্রশ্ন করবো না plz আমাকে বলেন।