আসসালামু আলাইকুম
হুজুর আলহামদুলিল্লাহ আমার স্বামীর সাথে আমি সুখী কিন্তু শাশুড়ি আম্মার সাথে সম্পর্ক খুবই বাজে তাই আমি একবার একজন নিকটআত্নীয়র সাথে এসব বলছিলাম যে আম্মা শুধু খোচায় আরো হাবিজাবি তখন নিকট আত্মীয় বলে ছাড়াছাড়ি করো উনি তালাকের কথা বলেন পরে আমি জবাব দেই " আমি তালাকা নিলাম পরে কী তুমি আমারে দেখবা দেখবা তো না তোমরা উস্কাবা পরে লাথি উষ্ঠা ও দিবা আমার স্বামী তো ভালো"
হুজুর আমার তালাকের অধিকার আছে আল্লাহ কসম আমি নিজে নিজের উপর তালাকের উদ্দেশ্যে বলিনি আমি জানতাম ও না যে অধিকার থাকলে নিজের নফসের উপর তালাক নেওয়া যায় আমি বুঝাতে চাইছিলাম যে আত্মীয়র কথা শুনে যদি আমি আমার স্বামীকে আমাকে তালাক দেওয়ার জন্য পরিস্থিতিতে আনি ওইটা যেহেতু আমার ইচ্ছার কারনে স্বামী তালাক দিবে তাই নিলাম বলছি হুজুর বিশ্বাস করেন আমি মোটেও নিজের নফসকে উদ্দেশ্য করে তা বলিনি আমি জানতাম ও না এভাবে কী তালাক হয়ে গেছে আমার যে অধিকার আছে তাও জানতাম না