আসসালামুয়ালাইকুম
১/ যদি দাড়ি রাখার কারণে বা ইসলামিক বিধান কঠোর পালনের কারণে কেও ঠাট্টা করে যে, "কিরে জনংগি হয়ে গেলি, বা জামাত হয়ে গেলি" কিংবা কঠোর কিছু বলে যাতে পালনকারী ব্যক্তি আঘাত প্রাপ্ত হয়, তবে কি ইমান চলে যায়?
২/ ইসলামিক বিধিবিধান পালন করেন এমন অনেক মানুষ কে দেখি তারা ফ্রি মিক্সিং এর বিষয়ে শিথিল, পর্দার ব্যপারে শিথিল, নিজ জরুরতে অনেক কিছু মানা যাবে এমন টা ভাবে, ফরয ইলম এ অনাগ্রহী ভাবে যা জানি তা মানি, সবার মতামতের গুরিত্ব আছে, ইসলাম এত কঠিন না, ইসলাম হচ্ছে বুঝার ধর্ম(এই দাবি করে যা বুঝে তাই করে), আগে বিভিন্ন এমন বিষয়কে হালাল বলে যা উলামায়ে কেরামগণ স্পষ্ট নিশেধ করেন। সালাফি-হানাফি দুই পক্ষ এর বিজ্ঞ আলেমগণ নিশেধ করেছেন সেসব বিষয়ো তারা হালাল ভাবেন এমনকি তাদের কে সর্বোচ্চ সঠিক ভেবে নিজেদের পক্ষে বলেন। আবার তাদের বোঝাতে গেলে তারা বলেন আমরা কট্টর, আমরা জানি না, আমরা বুঝি কম বলি বেশি, দুনিয়া তেও তো টিকতে হবে ইত্যাদি ইত্যাদি। আমার এই ব্যপারে কয়েকটা প্রশ্ন আছে।
ক) মাঝে মাঝে আমার ঈ মনে হয় আমি নিজে ঠিক কি না কারণ আমার কাছের বা দূরের প্রতিটা আত্মীয় ই এরকম, তারা এটলিস্ট যদি মৌখিক ভাবে স্বীকার করত যে তারা যা করে তা পুরোপুরি ঠিক নয় তা ও হত, অথচ তারা অনেক ইবাদত ও করে। আমি কিভাবে বুঝব যে আমি ই ঠিক বা আমার চিন্তা চেতনাই ঠিক?
খ) এরূপ মানুষ দের প্রতি আমার করণীয় ও বর্জনীয় কি হওয়া উচিত?
গ) উপরে যাদের কথা বললাম তারা আবার এমন ও বলে যে তাদের মতামত এর পক্ষে স্কলার আছে। এক এক আলেম এর এক এক রকম মতামত দেন, সেক্ষেত্রে তাদের কি সঠিক বিবেচনা করা যাবে?
ঘ) তাদের কিছু বলতে গেলে তারা বলে ইসলাম এত কঠিন না আর ইসলাম শক্ত ভাবে পালন করার বিষয়ে বললে বলে যে আমাদের জন্য নাকি ইসলাম থেকে মানুষ দূরে সরে আমাদের জম্য ইসলাম এর অসম্মান হয়। এক্ষেত্রে করণিয় কি?
ঙ) আবার অনেকেই আলেম দের ব্যপারে নানামুখি ধারণ রাখে যার ফলে তারা আলেম দের কাছেও অনেক সময় যেতে চায় না, ইউটিউব থেকে জ্ঞান, মাসালা মাসায়েল নেয় কিংবা কারো কথা নিজেদের যুক্তিতে পছন্দ না হলে নানা কিছু বলে, তাদের ক্ষেত্রে কি করব দাওয়াত দেওয়াও মুশকিল উলটা নিজের উপর ঈ সন্দেহ আসে।
৩/ শেইখ দাওয়াত দেওয়া বেশি গুরুত্বপূর্ন নাকি নিজের আত্মশুদ্ধি? যদি নিজে গুনাহগার হই(কবীরাহ) নিজের উপর সন্তুষ্টি না থাকে (আমল এর ব্যপারে) তাহলে দাওয়াহ প্রদান থেকে কি বিরত থাকতে হবে? ইসলামের জন্যবকিছু করার চিন্তা রাখা যাবে?
৪/ আত্মশুদ্ধি এর স্তর আছে কি? কোনোভাবে বুঝা যায় কি যে আত্মশুদ্ধি এসেছে?