আসসালামু আলাইকুম শাইখ।
১. শাইখ আমি যখন দু'আ করতে যাই বা দু'আ করার নিয়্যাত করি, তখন অন্তরের মাঝে উদিত হয়, যে আল্লাহ আমার কথা শুনবেন না বা কবুল করবেন না। আমি যেন অযাথায় দু'আ করছি। আমার করণীয় কি শাইখ.? এটাও কি ওয়াসওয়াসা.?
.
২. মাঝে মাঝে আরো বিভিন্ন ব্যাপারে ওয়াসওয়াসা আসে। আমি ifatwa তে দেয়া ওয়াসওয়াসার ফাতওয়া গুলো পড়ে বুঝতে পেরেছি যে এটা কোন সমস্যা না। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে, যে এগুলো আসলেই কি ওয়াসওয়াসা নাকি, আমি নিজেই চিন্তা করছি ইচ্ছা করে। মাঝে মাঝে অনেক আজে বাজে কথা মাথায় চলে আসে। সালাতের মধ্যে ও সালাতের বাহিরে। এতে কি আমার ঈমানের ক্ষতি হয়ে যাচ্ছে শাইখ.?
.
আমাকে দয়া করে সাহায্য করুন শাইখ।