আসসালমুআলাইকুম হুজুর,
১. মনে মনে যদি বলি আমার স্ত্রী যদি ঐ কাজ টা করে তাহলে তালাক, দিয়ে স্ত্রী সেই কাজ টা করলো তাহলে কি তালাক হবে? আমি মনে মনে বলেছি , মুখে উচ্চরণ করিনি।
২. আমার স্ত্রী কে আমি একটা কাজ করতে নিষেধ করেছি, কিন্তু কোনো শর্ত তালাক দেইনি। আর শর্ত তালাক দিলেও মনে নেই।
হুজুর বিষয় হচ্ছে আমার স্ত্রী যদি সেই কাজ করে বা আমি করতে বলি তাহলে কি তালাক হবে? হুজুর আমি কোনো শর্ত তালাক দেইনি, আর দিলেও মনে নেই ওয়াসওয়াসা র জন্য সন্দেহ হচ্ছে, কিন্তু সঠিক মনে নেই।। এখন স্ত্রী যদি সেই কাজ করে বা আমি করতে বলি তাহলে কি তালাক হবে??