ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কেউ যদি নামাজ পড়ার পর বলে - নামাজ পরা হয়েছে এখন আর কোনও ঝামেলা নেই। এতেকরে কোনো সমস্যা হবেনা।
(২) কেউ হালাল ও হারাম মিশ্রিত ইনকাম দ্বারা বাড়ি ও জমি ক্রয় করে, উক্ত বাড়িতে যেই পরিমাণ হারাম মাল ব্যয় হয়েছে, সেই পরিমাণ ভাড়াও হারাম হিসেবে বিবেচিত হবে।
(৩) কেউ যদি বলে - তুমি ছাড়া (ছেড়ে না )তাহলে কোনো-ই সমস্যা হবে না।
(৪)জ্বী, ফ্রি কেনায়া জাতীয় শব্দ নয়, তবে মুক্ত কেনায়া জাতীয় শব্দ।
(৫ ) এদ্বারা ইমানের কোনও সমস্যা হবে না।
(৬ ) এই লেখার কারণে কোনো প্রকার সমস্যা হবে না।