আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
উস্তাদ,,,আমার হায়েজ প্রায় ৭/৮/৯ দিন এমনি কি ১০ দিন পর্যন্তও স্থায়ী হয়। এবার রমদ্বানে ৮ দিন পর্যন্ত ছিলো। কাযা ৮+ শাওয়ালের ৬ মোট ১৪ টা সাওম রাখা কষ্টসাধ্য। প্রতিবার ই ৭/৮/৯ টা করে সাওম কাযা থাকায় ৬ রোজা করার সাহস করতে পারি না। আমি কখনোও ৬ রোজা করতে পারি নি। উস্তায,,,এমন পরিস্থিতিতে কি আমার জন্য জায়েজ আছে,, যে আমি শাওয়ালের ৬ রোজা করবো তারপর সুবিধাজনক ভাবে কাযা রোজা করবো? উস্তাদ,,,যদি এই ক্ষেত্র শরীয়াতে একটু নমনীয়তা না পাওয়া যায়,,,তাহলে ৬ রোজা পালনের মাধ্যমে সারা বছরের রোজার সাওয়াব লুফে নেওয়াটা আমার পক্ষে হয়ত কখনো সম্ভব হবে না। আল্লহু আলাম