আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমার মনে মনে বলা হয়ে যাচ্ছে, যেমন , স্ত্রী ফোন করছে দিয়ে যখন ফোন রাখার সময় হচ্ছে তখন মনে মনে এমন হচ্ছে যে যদি স্ত্রী ফোন রাখলে তালাক, এটা মনে মনে হয়ে যাচ্ছে , মুখে উচ্চরণ করছিনা । স্ত্রী যদি ফোনটা রেখে দেই তাহলে কী তালাক হবে? আমি কিন্তু মুখে উচ্চরণ করছিনা মনে মনে হয়ে যাচ্ছে।
২. মনে মনে শুধু শর্ত তালাক এর কথা মনে হচ্ছে , এটা করলে বা এটা বললে তালাক শুধু মনে মনে হচ্ছে । তার পর যদি এটা করি বা বলি তাহলে তালাক হবে? আমি মুখে উচ্চরণ করছিনা। মনে মনে হচ্ছে।
৩. কিছু খেতে গেলে বা পানি খেতে গেলে তখন মনে মনে শর্ত তালাক এর কথা মনে হচ্ছে, এটা করলে বা বললে তালাক, আমার মুখ পুরো বন্ধ অবস্থায় আছে , মুখের ভেতরে জিহ্ববা অন্য কারণে নড়েছে থুতু গিলতে বা ঢোক গিলতে গিয়ে হালকা একদম ই হালকা নড়ছে কিন্তু , আমি মুখে উচ্চরণ করে কোনো শর্ত তালাক বলছি না । মনে মনে হচ্ছে , মনে মনে যেটা হচ্ছে সেটা যদি বলা বা করা হয় তাহলে কি তালাক হবে? মুখে কিন্তু উচ্চরণ করছিনা। মন মনে হচ্ছে।
৩.১ আর থুতু গিলতে গিয়ে যদি একটু জিহ্ববা নড়ে তাহলে কি তালাক হবে? আমি তো উচ্চরণ করিনি। মনে মনেই হচ্ছে , মুখের লালা, বা থুতু গিলতে গিয়ে মনে হচ্ছে হালকা জিহ্ববা নড়ছে , এর জন্য কি তালাক হবে?
৪. আমার হাচ্ছি উঠতে যাচ্ছিল , দিয়ে হটাৎ করে মনে হলো যদি হাচ্ছি উঠে তাহলে তালাক। হুজুর এটা সম্পূর্ণ মনে মনে হয়েছে । আমি মুখে উচ্চরণ করিনি, দিয়ে হাচ্ছি উঠেছে তাহলে কি তালাক হবে? আমি উচ্চরণ করিনি মনে মনে হয়েছে।
৪.১ হুজুর এই রকম মনে মনে হচ্ছে যে , স্ত্রী ফোন করলে তালাক। মনে মনে হচ্ছে মুখে উচ্চরণ করছিনা। হুজুর স্ত্রী যদি ফোন করে তাহলে কি তালাক হবে?
৪.২ আপনাদের কে বললাম , এখন যদি ফোন করে তাহলে কি তালাক হবে? আমি তো আপনাকে ঘটনা টা বললাম , আমার মনে মনে এমন হয়েছে, মুখে উচ্চরণ করিনি।
৫. হুজুর খুব সংক্ষেপ এ বলছি , আমি সমকামী না । আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট। হুজুর আমার বিয়ের আগে , আমি কিছু ছেলেদের সঙ্গে পাছায় যৌণ মিলন করেছি, ও করতে দিয়েছি , লিঙ্গ চুষেছি ও চুষতে দিয়েছি আস্তাগিরুল্লাহ, । হুজুর যখন এই গুলো করেছি তখন আমার এইসব এর ভয়াবহতা সম্পর্কে অবগত ছিলাম না । যৌণ চাহিদা ছিল , যৌণ চাহিদা মেটাতে ভালো লাগতো তাই অজ্ঞতা বসত এই সব করেছি। ২ বছর হলো আমি খাস দিলে তওবা করেছি । আমি আর ভুল করেও এইসব দিকে যায়নি। হুজুর ভুল বশত হয়েছে ।আমি আল্লাহর কাছে মাফ পাবো তো? আমার ঈমান ও আমল নষ্ট হয়ে যাবে না তো?
৫.১ হুজুর ওই সব করার সময়, উত্তেজিত হয়ে বলতাম আমি তোকে বিয়ে করবো , তুই আমার বউ আস্তাগিরুল্লাহ এই সব কথা বলেছি , এই সব বলার জন্য বিয়ে হয়ে যাবে না তো? এই গুলো উত্তেজিত অবস্থায় মজা করে বলেছি । মন থেকে বলিনি।
৬. হুজুর আমার ওয়াসওয়াসা আছে , আমি দেখলাম কেউ যদি সমকামিতা কে হালাল মনে করে তবে তার ঈমান থাকবে না । হুজুর আমি কখনোই সমকামিতা কে হালাল মনে করেনি। তবে যখন এই সব করেছি দ্বীনের জ্ঞান ছিল না , তখন মনে হতো একটা মেয়ের সাতে সাতে যেনা করার থেকে , একটা ছেলের সাতে যেনা করা হয়ত কম গুনহা হবে, এই রকম ভাবনা হতো । কিন্তু আমি জানতাম এইগুলো গুনহা, কিন্তু আমি হারাম কে হালাল মনে করেনি। আল্লাহ কসম , । হুজুর আমি অনেক তওবা করে এই পথ থেকে ফিরে এসেছি , দিয়ে বিয়ে করে সুখে আছি আলহামদুিল্লাহ । হুজুর আমার ঈমান ও আমল নষ্ট হয়ে যাবে না তো?
৭. হুজুর মনে মনে এইরকম হচ্ছে যে , বিয়ে করলে তালাক । হুজুর আমি তো অনেক আগেই বিয়ে করেছি । বিয়ের আগে এমন কথা কখনই মনে মনে হয়নি । শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে মনে হচ্ছে মুখে উচ্চরণ করিনি এর জন্য কি কোনো তালাক হবে?