মাফ করবেন আবারো একই বিষয়ে প্রশ্ন করলাম
আমি আসলে জানতে চেয়েছিলাম যে অতীত নিয়ে যে আমি আলোচনা করতাম যে স্ত্রীকে কখনো কিছু বলেছি কিনা । সেই বিষয়ে অনেক সময় স্ত্রীর সাথে আলোচনা করতাম । আবার নিজে নিজে একা একা আলোচনা করতাম ।কখনো মনে মনে , আবার কখনো উচ্চারণ সহ নিজেকে প্রশ্ন করতাম , যে আমি কি কখনো স্ত্রীকে এই কথা বলেছি কিনা ,বললে কোন নিয়তে বলেছি , কখন বলেছি এই সব আলোচনা। যেমন আমি কি স্ত্রীকে ছেরে দেবো এই কথা বলেছি কিনা? না মনে হয় বলিনি । আবার একটু পর মনে হত বলেছিলাম । সন্দেহে পরতাম। সন্দেহের ভিত্তিতে অইটা পতিত হয়না এটা আমি জানি কিন্তু আমার প্রশ্ন এইটা না। আমার প্রশ্ন হচ্ছে আমি যে ,এই যে স্ত্রীর সাথে অতীতে নিয়ে আলোচনা করতাম এবং নিজে নিজে একা একা আলোচনা করতাম এই আলোচনার কারনে কোন আমাদের বিবাহিত জীবনে কোন সমস্যা হবে কিনা?