আসসালমুআলাইকুম হুজুর।
১ আমি বিশাল , মারাক্তক ওয়াসওয়াসা গ্রস্ত মানুষ। আমি ocd রোগের ওষধ খাচ্ছি।
হুজুর আজকে রাস্তা দিয়ে আসছিলাম দিয়ে একটা লোকের কথা মনে হয় শুনেছি লোক টা নাকি পীর ছিল। সে লোকটা অনেক দিন হলো মারা গিয়েছে।
দিয়ে মনে মনে হতে লাগলো অমুক লোকটা আল্লাহ এই রকম মনে হয়েছে , শয়তানের ওয়াসওয়াসা র জন্য । সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়েছি হুজুর। আবার মনে মনে হচ্ছে ওর মাজারে সেজদা করবো , আস্তাগিরুল্লাহ শয়তানের ওয়াসওয়াসা তে এমন হয়েছে। হুজুর আমি এইটা মন থেকে ভাবিনি। এমনি হটাৎ মনে হয়েছে। আমি মন থেকে এই কথা কখনোই ভাবতেই পারিনা।
হুজুর আল্লাহ কসম শয়তানের এমন ওয়াসওয়াসা তে পড়ে এমন মনে হয়েছে, আমার অনিচ্ছাকৃত এমন ভাবনা হয়েছে। শয়তানের এই নোংরা ভাবনা আমার অনিচ্ছাকৃত হয়েছে। এর জন্য কি ঈমান চলে যাবে? হুজুর আমি বিশ্বাস করি এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হুজুর ভুল করে শয়তানের এই ওয়াসওয়াসা র জন্য কি আমার ঈমান চলে যাবে? আমি মুখে উচ্চরণ করিনি হুজুর, মনে মনে এই রকম হয়েছে। আস্তাফিরুল্লাহ। এর জন্য কি আমার ঈমান চলে যাবে?
২. হুজুর আপনাদের কে সমস্ত ঘটনা বললাম ও লিখলাম এর জন্য কি কোনো সমস্যা হবে?