আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। শায়েখ আমার সব গুলো পয়েন্ট কষ্ট করে পড়ার অণুরোধ রইলো।
১.আমার স্ত্রীকে নিয়ে কোনো একটা বিষয়ে মনের ভেতর চিন্তা আসে যে তুমি আমার মায়ের মতো। মনে মধ্যে চিন্তা আসে কিন্তুমুখে উচ্চারণ করি নাই। মনে মনে চিন্তা আসার কারণে মনে মনে বলি তুমি আমার মায়ের মতো কিন্তু মুখে উচ্চারণ করি নাই।পারে আমার খেয়াল আসে যে আমি মনে মনে কি বলেছি তাতে জিহার হয়ে গেলো নাতো।তখন আবার চিন্তা করি যদি জিহারহয়ে যায় তাহলে তো কাফফারা দিতে হবে। এরপর আবার চিন্তা করি এতো সন্দেহের দরকার নেই কাফফারা দিয়ে দিব তাহলেচলবে। আবার চিন্তা করি জিহার না হলে কাফফারা দিব কেনো। এমন অবস্থায় কি জিহার হয়ে যাবে? আমাকে কি কাফফারাদিতে হবে?
২.আবার কোনো একটা বিষয় নিয়ে আমি আমার স্ত্রী কে রাগে বলি আররে বোন এইটা এমন এইটা এমন এখানে আররে বোনএই কথাটা যে আমি বললাম তাতে কি জিহার হয়ে যাবে?
৩.আজকে আমি আমার স্ত্রীর কাছে যায় তখন জিহার যে বিষয় গুলা দিয়ে হই সেসব বিষয় মনে পরে যায় তখন আমার কাছেকেমন যেনো একটা অনুবতি কাজ করে মনে হইতেছে জিহার হয়ে গেছে।মনে হইতেছে স্ত্রী হইতো হারাম হয়ে গেছে এমন চিন্তামাথায় আসে কিন্তু আমি মুখে কিছু বলি নাই। তাতে কি জিহার হয়ে যাবে?
৪.আমি বাহিরে আমার বন্ধুদের সাথে কথা বলি তখন আমি বলি আমার তো স্ত্রী নাই এমনটা বলতে যায় তখনই স্ত্রী নাই নাবলে কথা কাটিয়ে স্ত্রী বাড়িতে নাই এমনটি বলি।স্ত্রী নাই বা স্ত্রী বাড়িতে নাই এমন বললে কি কোনো সমস্যা হবে?
৫.আমার মাথায় খালি ওল্টা পাল্টা চিন্তা আসে।কেনো আসে আমি বুঝতে পারি না আমি এইসব চিন্তা করতে চাই না এরপরও এইসব চিন্তা আসে। আমার এইসব চিন্তা আসে তাই আমি মানুষের সাথে কথা কম বলি এবং চুপচাপ থাকি এরপর ও এইসবচিন্তা থেকে বের হতে পারি না। নামাজ পড়ার সময় ও এইসব চিন্তা আসে আমি সুরা পরি ঠিকই কিন্তু আমার মাথায় এইসব চিন্তাঘুরে। আমি খাইতে গেলে ও এইসব চিন্তা আসে আমি খাইতেছি কিন্তু মাথায় এইসব চিন্তা ঘুরতেছে জিহারের চিন্তা আসে তালাকএর চিন্তা আসে আমি কি করবো বুঝতে পারছি না এইসব চিন্তা করতে করতে যদি মুখে কিছু উচ্চারণ হয়ে যাই তখন কি তাকার্যকর বা পতিত হয়ে যাবে? এইসব চিন্তা থেকে বের হবার উপায় কি?
শায়েখ অনেক অনেক অনেক পেরাশানিতে আছি। আমি আমার স্ত্রীকে অনেক মহাব্বাত করি অনেক বেশি ভালোবাসি।আমারসব গুলো পয়েন্ট এর উত্তর আলাদা দিলে আমি অনেক খুশি হবো।