হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: صَدَقَةُ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ تَبَارَكَ وَتَعَالَى , وَصِلَةُ الرَّحِمِ تَزِيدُ فِي الْعُمُرِ وَفِعْلُ الْمَعْرُوْفِ يَقِي مَصَارِعَ السُّوءِ
আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোপনে দান প্রতিপালকের ক্রোধ দূরীভূত করে, আত্মীয়তা-বন্ধন অক্ষুন্ন রাখা আয়ু বৃদ্ধি করে। আর পুণ্যকর্ম সর্বপ্রকার কুমরণ থেকে রক্ষা করে।
(বাইহাক্বীর শুআবুল ঈমান ৩৪৪২, সহীহুল জামে ৩৭৬০)
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَره فَليصل رَحمَه» . مُتَّفق عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি নিজ জীবিকার প্রশস্ততা ও মরণে বিলম্ব কামনা করে, সে যেন আত্মীয়-স্বজনের সাথে উত্তম ব্যবহার করে।
(সহীহ : বুখারী ৫৯৮৬, মুসলিম ২১-(২৫৫৭), সহীহুল জামি‘ ৫৯৫৬, আবূ দাঊদ ১৬৯৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৫১৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৪১, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭৬, আহমাদ ১২৫৮৮, মুসনাদে আবূ ইয়া‘লা ৩৬০৯, শু‘আবুল ঈমান ৭৯৪৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১১৪২৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১৬৫৭, আল মু‘জামুল আওসাত্ব ২৪১১, আল মুসতাদরাক ৭২৮১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৬০১.মিশকাত ৪৯১৮)।