আসসালামুয়ালাইকুম হুজুর
আমার একজন পরিচিত যিনি প্রস্রাব করে পানি নেয় না সে আমার কালো কাঠের চেয়ারে বসে প্রায়,পরবর্তীতে আমাকে ওই চেয়ারে বসতে হয় পরিস্থিতির শিকার হয়ে,এখন তিনি তো প্রস্রাবের পর পানি নেয় না আর দাঁড়িয়ে প্রস্রাব করে সে যখন কাঠের চেয়ারে বসে তার থেকে যদি সেই নাপাকি চেয়ারে স্থানান্তরিত হয় তার ঘামের কারণে বা সরাসরি সেই নাপাকি র দ্বারাই যা তার প্যান্টে থাকে,পরে আমি যখন সেই চেয়ারে বসি আমার ঘামের কারণে সেই চেয়ার থেকে কি তার ওই নাপাকি আমার কাপড়কে নাপাক করবে? আমার ওই ঘামের কারণে হালকা ভেজা জায়গা থেকে আমি কোনো গন্ধ পাই না শুধু ভেজা থাকে। এরকম হলে তো বাইরে গেলে কোনো চেয়ারেই বসা যাবে না কারন আমি তো জানি না প্রস্রাব করে কে পানি নেয় আর নেয় না!