আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার আব্বু একজন থেকে টাকা পাই। আমি উনার থেকে টাকাআনতে যাই। তখন উনি আমাকে বলে তোমাদের টাকা আর আমাদের আসেপাসে যারা টাকা পাই তাদের টাকা দিয়ে ঝামেলামুক্ত হইতাম চাই। তখন আমি বাসায় আসি এরপর সবাইকে নিচের এই কথা গুলো বলি ,
১. সে কইসে তোমাদের টাকা আর আমাদের আসেপাসে যারা টাকা পাই তাদের টাকা দিয়ে ঝামেলা মুক্ত হইতাম চাই। আমি যে(ঝামেলা মুক্ত হইতাম চাই) এই কথাটা বলেছি ঠিক তখনই আমার বিতরে তালাক এর চিন্তা আসে। ঝামেলা মুক্ত হইতাম চাইদিয়ে কি বুঝাইলাম এইটা আমি আমার স্ত্রীকে বলেছি নাকি ,স্ত্রীর উপর তালাক পতিত হয়ে গেল নাকি আমি কি বুঝাইলাম কিবুঝাইলাম আমার স্ত্রীকে নিয়ে বলি নাইতো,স্ত্রীর উপর নিয়ত করে বলেছি নাতো এমন একটা সন্দেহ মনের বিতরে হইতেছে।এমন অবস্থায় কি তালাক পতিত হবে?
২.আমি কিছু দিন আগে ঘুমের মধ্যে ৩টা সপ্ন দেখি এরপর ঘুম থেকে উঠে মাথা নারাই দুই না না,দুই হইসে না ,দুই তালাক,এমন বলে অন্য সাইডে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পরি। সকালে উঠে মাথাই চিন্তা আসে আমি কি সপ্ন দেখলাম আর কি দুই না না,দুই হইসে না , দুই তালাক ,এইসব বললাম বুঝতেছি না. আমি কি দুই তালাক হইসে বললাম এরপর না না দুই না না করলামতা বুঝতে পারছি না এইসব মুখে উচ্চারণ করে বললাম নাকি মনে মনে বললাম তা সন্দেহ হইতেছে। এমন অবস্থায় কি তালাকপতিত হবে?
৩.গতকাল আমি আমার স্ত্রীর সাথে মেসেজে কথা বলি একটা বিষয় নিয়ে আমি একটু বিরক্ত হয়ে যাই আর রাগ হয়ে যাই তখনআমি মনে মনে আমার স্ত্রীকে আররে বোন এইটা তো জামাই এর এমন বলি। আমি মনে মনে আররে বোন এই কথাটা বলিআর মসেজে এইটা তো জামাই এর এই কথাটা বলি।
এখন আররে বোন যে বললাম এইটা তে জিহার হয়ে যাবে?
শায়েখ সব গুলো পয়েন্ট এর আলাদা উত্তর দিলে অনেক খুশি হবো। শায়েখ আমার অনেক চিন্তা হইতেছে।আশা করছি আপনিএর সঠিক সমাধান দিবেন।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।