আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার স্বামী বিয়ে করার পরে তালাক নিয়ে ভিডিও দেখে এরপর থেকে তার বিতরে এইসব এর চিন্তা আসে খালি একদিন রেগে গিয়ে কষ্ট পেয়ে নিচের কথাগুলো উনার বন্ধুর সাথে এসএমএস এর মাধ্যমে বলে
১.আর হারাম কত থাকবো।তাই বিয়ে করে নিছি ভাবছি হালাল থাকলে বরকত থাকবো।আর আমি বিয়ে করছি বিয়েতে এই ঐ কোন বরকত নাই।আমি লাইফের সবচেয়ে বড় ভুল করছি বিয়ে কইরা।
২.আমি তালাকের মাসালা দেখছিলাম তারপর তালাক নিয়ে মাসালা পড়তে পড়তে আমি শেষ। এই তালাক তালাক করতে করতে আমার রোগ হয়ে গেছে। আমি যা করি আমার মাথায় তালাকের চিন্তা আসে। আমার মনে হয় আমি কি জানি বইলা ফেলছি। আমার মুখ দিয়ে যদি বের হয়ে যায় কিছু।
৩.আর যদি কেউ রাগে এমন বলে তোমাকে ছাড়া দিলাম,তোমাকে লাগবে না,তুমি চলে যাও, তোমার দরকার নেই, এইসব হচ্ছে কেনায়া তালাক।এখানে যদি তিন তালাকের নিয়ত কইরা বলা হয় তাহলে তিনটা পতিত হইয়া যাইবো।এসব অনেক ডেঞ্জারাস শব্দ।
৪ দুই দিলে দুইটা পতিত হইবো তারপর তিন ইদ্দতের ভিতরে গ্রহণ করলে হইয়া যাইবো নিউ করে বিয়ে করতে হইব না। কিন্তু তিনটা তালাক হয়ে গেলে শেষ আর বিয়ে করতে পারব না,অন্য কেউরে বিয়ে করতে হয় তারপর কোন কারনে যদি ওদের তালাক হয় তখন আবার আগের জামাই বিয়ে করতে পারে
৫.আর তালাক এমন একটা জিনিস নিয়ত হোক আর না হোক মুখ দিয়া কইলেই শেষ। আমি একটা দিলে একটা পতিত হইবো। যাই বা গেলাম এইডি দিয়া যদি তালাক বোঝায় তাইলে শেষ।
৬.এর উপরে এক তালাক পইড়া আছে, তারপর সব ঠিক করছে, এইটা এমন একটা জিনিস যেটা উঠানো যাইবো না, তালাক হইল এমন কইছোস পইড়া গেছে শেষ।
৭.আমি একটা তালাকের রোগী আমারে বলে তালাকের মাসালা আনতাম, আমার মাথায় খালি এইসব ঘুরে, একদিন তো ঘুমের মধ্যেও এসব কইছি আমি, আমার ঘুম হারাম হয়ে গেছে, ধর তরে নরমালি কইলাম আমি যাই, এখন যাই কোন নিয়তে কইলাম? তালাকের নিয়তে কইলাম না তো এই সন্দেহ খালি মনে ঘুরে।
৮.আমি মইরা গেলেও আমার দাম নাই, আমার শান্তি কেউ সহ্য হয় না, আমি যামো গা, কেউ আর কি থাকার দরকার আছে, আমি যে এত কথা বললাম *কে জানে রিলেশন আছে কি নাই *
৯. আমি মরলে কাবিনের পাঁচ লাখ তার হক এইটা আমার ঘর থেকে আদায় কইরা দিস।
এই সকল কথা উনি তার বন্ধুর সাথে এসএমএস এর মাধ্যমে বলে, উনি আমার উপর খুব রাগ হয়ে এই কথাগুলো বলে, কারণ আমি মাসালা জানতে চাইছিলাম একটা, উপরে ৩.৪.৫. এইগুলার মধ্যে উনি উনার ফ্রেন্ডকে তালাকের কিছু নিয়ম বুঝায়,
প্রশ্ন হচ্ছে এগুলো দ্বারা কোন সমস্যা হবে না তো?উনি যে এতবার এই কথাগুলো মনে মনে উচ্চারণ করেছে বা এসএমএসে লিখেছে, উনি নিজেও সন্দেহে ভুগছে, ভুল কিছু হয়ে যায় নাই তো।তারপর এইটাও বলছে যে এত কিছু যে বললাম রিলেশনটা আছে কি নাই? আর কেনায়া যে বাক্যগুলা বা শব্দগুলা রয়েছে তা ধারা কি পতিত হয়ে যায় নিয়ত থাকুক আর না থাকুক ?এইসব থেকে ফিরে আসার সমাধান কি? আমাদের করণীয় কি? আমরা এই সব কিছু থেকে অনেক দূরে থাকতে চাই ভালো থাকতে চাই।উনি রাগে আমাকে একবার এমন কিছু বাক্য বলে যা ধারা এক তালাক পতিত হয়েছিল।ওই সব কিছু কি বাদ দেওয়া যাবে না? এক তালাক কি কোনভাবে বাদ দেওয়া যাবে না? এমন কি কোন উপায় আছে নতুন বিয়ে করলে যেমন ১ ২ তালাকের কিছু আমাদের উপরে নাই? আমাদের উপায় বলেন দয়া করে আমরা এসব কিছু বাদ দিতে চাই। উনি অসুস্থ হয়ে যাচ্ছে এসব কিছুর মধ্য দিয়ে।
শায়েখ আমি অনেক পেরাশানিতে আছি। আশা করছি আপনি এর সঠিক সমাধান দিবেন।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।