আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
একটু তাড়াতাড়ি উত্তর পেলে বিয়েটা সম্পন্ন করা যেত আজ,একটু সাহায্য করুন। পরে সাক্ষী পাওয়া দুরূহ।
যদি কোনো লোক একজন মেয়ের বাসায় গিয়ে তার পিতা এবং ভাই এর সামনে বলে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম,কবুল। মোহর ৪লাখ। তুমি কি রাজি? মেয়ে বলল,কবুল। এভাবে কি বিয়ে হবে?
উল্লেখ্য, জাওয সাহেব রাগবশত একটা শর্ত দিয়েছিলেন,যে অমুক কাজ করলে ডিভোর্স। সেরকম কাজ করে ফেলেছি সতর্কতা সত্ত্বেও। তাই বিয়ে দোহরানোর জন্য পুনরায় এভাবে বিয়ে করতে চাচ্ছি। যেহেতু কাজী/ইমাম সাহেবকে ডেকে সম্ভব নয় এখন একেবারেই।