আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
246 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম। আমি অবিবাহিত একজন ছেলে।


১. আমি কোনো অবিবাহিত মেয়েকে "তোমাকে বিয়ে করা হারাম" বললে কি তাকে বিয়ে করা আমার জন্যে হারাম হয়ে যাবে? নাকি হালাল থাকবে?

২. আমি কোনো অবিবাহিত মেয়েকে "তোমাকে বিয়ে করা আমার মায়ের মতোই হারাম/তুমি আমার মায়ের মতোই আমার জন্যে হারাম" বললে কি তাকে বিয়ে করা আমার জন্যে হারাম হয়ে যাবে? নাকি হালাল থাকবে?

৩. আমি কোনো মেয়েকে "মা" বললে এবং কী নিয়তে বলেছি তা মনে না থাকলে বা সন্দেহ থাকলে কি তাকে বিয়ে করা আমার জন্যে হারাম হয়ে যাবে?

৪. কোনো মেয়েকে "মা" কী নিয়তে বলেছি এ নিয়ে ওয়াসওয়াসায় পরে গেলে কী করণীয়? মেয়েটিকে কি আমি বিয়ে করতে পারবো যেই নিয়তেই "মা" বলে থাকি না কেনো?


এর আগেও এরকম দুটি প্রশ্ন করেছি। আসলে আমি ওয়াসওয়াসার রোগী,আমার ওয়াসওয়াসার জন্যে আমি গত কয়েকদিন শান্তি পাচ্ছিনা। জবাব দিলে উপকৃত হবো। জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (574,080 points)
edited by
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


https://ifatwa.info/11744/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 
শরীয়তের বিধান হলো বিবাহের পূর্বে তালাক দিলে তালাক হবেনা।
হ্যাঁ যদি সে মুয়াল্লাক তালাক দেয়,তাহলে বিবাহের পর তালাক পতিত হবে।         
★মুয়াল্লাক তালাক দেওয়ার পদ্ধতি হলো কেহ যদি এমন বলে যে আমি যাকেই বিবাহ করবো,সেই তালাক,বা এমন বলে যে  আমি যদি অমুক মহিলাকে বিবাহ করি,তাহলে সে তালাক,বা এমন বলে যে আমি যখনই বিবাহ করিবো,তখনই তালাক ইত্যাদি। 
,
উক্ত শব্দ না বলে এমনিতেই কোনো অবিবাহিত পুরুষ  কোনো মেয়েকে বলে  যে আমি তোমাকে মুয়াল্লাক তালাক দিলাম তাহলে তালাক হবেনা।

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ الشَّعْبِیِّ أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ قَالَ لامْرَأَتهِ: کُلُّ امْرَأَةٍ أَتَزَوَّجُهَا عَلَیْک فَهَیَ طَالِقٌ، قَالَ: فَکُلُّ امْرَأَةٍ یَتَزَوَّجُهَا عَلَیْهَا، فَهِیَ طَالِقٌ.
ابن أبي شیبة، المصنف، 4: 65، رقم: 17838، الریاض: مکتبة الرشد
সারমর্মঃ
শা'বি রহঃ থেকে বর্ণিত,তার নিকটে এক ব্যাক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো, যে তার স্ত্রীকে বলেছে যে আমি যেই মহিলাকেই তোমার উপরে বিবাহ করবো,সে তালাক।
ইমাম শা'বী রহঃ বলেন,তাহলে যেই মহিলাকেই সেই তার স্ত্রীর উপরে (স্ত্রী থাকা অবস্থায়) বিবাহ করবে,তার উপরেই তালাক পতিত হয়ে যাবে।     
(মুছান্নাফে ইবনে আবি শায়বা ৪ঃ৬৫ হাদীস নং ১৭৮৩৮।)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
আপনি যদি কোনো অবিবাহিত মেয়েকে বলেন যে "তোমাকে বিয়ে করা হারাম"

তাহলে এক্ষেত্রে তাকে বিয়ে করা আপনার জন্যে হারাম হয়ে যাবেনা।
বরং তাকে বিবাহ করা হালালই থাকবে।

(০২)
এটি বললে তাকে বিয়ে করা আপনার জন্যে হারাম হয়ে যাবেনা।
বরং তাকে বিবাহ করা হালালই থাকবে।

(০৩)
এক্ষেত্রে তাকে বিয়ে করা আপনার জন্যে হারাম হয়ে যাবেনা।

(০৪)
আপনি যেই নিয়তেই সেই মেয়েকে মা বলে থাকুন,সে আপনার জন্য হারাম হয়ে যাবেনা।
তাকে বিবাহ করা হালাল।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...