আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
প্রশ্নের উত্তর গুলো পড়ে যতটুকু জানলাম মহিলাদের ইদের নামাজ নেই।কিন্তু আমার প্রশ্ন---
১.অনেকে(মহিলারা) আমার কাছে এসে জিজ্ঞেস করবে, ঈদের নামাজ টা কীভাবে পড়বে?কিন্তু আমিও পূর্বে পড়ে আসছি সব সময়। নরমাল নফল নামাজের মতো করে ওয়াজিবের নিয়ত করে ঘরে একাকী পড়তাম।বড়দের কাছ থেকে এভাবে শিখেছিলাম।তারপর জানলাম যে ঈদের নামাজে তাকবির দিতে হয় অতিরিক্ত । তখন সেভাবে পড়তাম।কিন্তু আমি এখন তাদের যদি বলি যে "মহিলাদের ঈদের নামাজ নেই তাহলে তাদের তো মাথাঘোরে যাবে" কতকিছু শুনাবে।যেহেতু অনেক স্কলারের মতে মহিলাদের ঈদের নামাজ আছে তাই আমি কী তাদের বলতে পারবো যে কীভাবে তারা ঈদের নামাজ একাকী আদায় করবে???আমি নিজেও কী সেভাবে পড়তে পারবো?পূরুষদের মতোই কী পড়তে হবে?