আসসালামু আলাইকুম।
আমি আগের প্রশ্নে শশ্বরবাড়ির নন মাহরামদের সামনে পরিপূর্ন পর্দার হুকুম জেনে নিয়েছি যেখানে আমাকে মুখ ঢেকে সমস্ত শরীর ঢেকে পূর্ণ পর্দার পরামর্শ দেয়া হয়েছে।
এখন, আমার স্বামী আমাকে এভাবে পর্দা করতে দিতে কোনোভাবে রাজি হচ্ছেনা। সে আমাকে মুখ ঢেকে রাখতেও মানা করছে। সে হুকুমের স্বরে বলছে আমার এভাবে চলার জন্য তাকে যেনো কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়। আমার জন্য মানুষের কথা শুনতে না হয়। আমি তাকে বুঝিয়েছি। তিনি সন্তুষ্ট চিত্তে আমাকে এভাবে পর্দা করার অনুমতি দিচ্ছেন না৷ বলছেন এমনি একটা হিজাব পরে যাবা,মুখ ঢাকবানা, নন মাহরাম কেউ আসলে তুমি পেছন ফিরে কাজ করবে৷ ব্যস, এতেই পর্দা হয়ে যাবে।এসব লম্বা খিমার পরার দরকার নেই।
আমি আবার বুঝাতে চাইলে বিরক্ত হচ্ছেন। এরপর আমি দৃঢ়ভাবে জানিয়ে দিয়ে দেখেছি যে, যত যাই হোক, যে যাই বলুক, আমি পর্দা করবই৷ তিনি ও তাতেও অনঢ়।
এখন আমার করণীয় কি? আমি আমার স্বামীর কথাতে কান না দিয়ে দৃঢ়ভাবে এই পর্দা করা চালিয়ে যাব? এতে আমাদের সম্পর্কের বিশাল অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। আমি কিভাবে কি করব আমাকে দিকনির্দেশনা দিয়ে সাহায্য করুন।
আমি আল্লাহর ফরয বিধান পর্দা পালন করা থেকে পিছলে পড়তে চাইনা।