আমাদের ভার্সিটিতে একটি সংগঠনে ছেলে মেয়ে একসাথে ডোনেশন নেয় এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ক্লাব চালায়। তাদের ক্লাবে গায়রে মাহারাম ছেলে মেয়ে একসাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে যেমন ঈদে গরিবদের দান করা,একসাথে ছবি তোলা, মিটিং করা সহ আরো যাই তারা করে সেখানে ইসলামি বিধিনিষেধের কোনো তোয়াক্কা তারা করে না।
১)ফ্রি মিক্সিং যেহেতু হারাম তাহলে কি এমন সংগঠনে কাজ করা যাবে?
২)তাদের সাদাকা করা যাবে?