বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছে
حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ أَرْبَعَةٍ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا خَاصَمَ فَجَرَ
‘আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে, সে মুনাফিক অথবা যার মধ্যে এ চারটি স্বভাবের কোন একটা থাকে, তার মধ্যেও মুনাফিকীর একটি স্বভাব থাকে, যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে।
(১) সে যখন কথা বলে মিথ্যা বলে
(২) যখন ওয়াদা করে ভঙ্গ করে
(৩) যখন চুক্তি করে তা লঙ্ঘন করে
(৪) যখন ঝগড়া করে অশ্লীল বাক্যালাপ করে। (বুখারী শরীফ ২৪৫৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৯৭)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মূলত মুসলিম বলতে মিথ্যা বলতেই পারেনা।
এটি মুসলিমদের শিক্ষা নয়।
হাদীসের ভাষায় এটি মুনাফিকির আলামত।
তদুপরি কাউকে বিশ্বাস করা না করা বর্তমান যামানা হিসেবে ব্যাক্তি,স্থান,কাল,পাত্র হিসেবে বিভিন্ন হবে।
এক্ষেত্রে অনেক মুসলিমকে তার চাল চলন আখলাক জেনে অবিশ্বাস করা যায়,আবার কোনো অমুসলিমকে
তার চাল চলন আখলাক জেনে বিশ্বাস করা যায়।
এটি তার সাথে লেনদেন,সফর ইত্যাদির মাধ্যমে বুঝা যাবে।