আমি একটি ফাউন্ডেশন করতে চাচ্ছি যার মাধ্যমে আমি ধর্মীয় কাজ করতে চাই। যেমন: মসজিদে ইসলামিক স্টিকার প্রদান, দোকানে ইসলামিক লাইব্রেরি, ইসলামিক পোস্টার, ইসলামিক চিন্তানিদের মাধ্যমে ইসলামিক ইবুক- লিখা, মোবাইল কম্পিউটার এর জন্য ওয়ালপেপার এবং এটি বড় হলে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদরাসা করার প্ল্যান ও আছে। এছাড়া, আরও বেশ কিছু কার্যক্রম করতে চাই। ফাউন্ডেশনটিতে আমি আমার পরিচিতজনদের কাছ থেকে আর্থিকভাবে সাহায্য গ্রহণ করবো। কিংবা যেকেউ এখানে দান করতে পারবে।
এখন আমার প্রশ্ন:-
১. এ করকম ফাউন্ডেশন করার ক্ষেত্রে কি ইসলামিক কিংবা সরকারি কোন নীতিমালা আছে?
২. আমাকে যদি কিছু ইসলামিক নাম পরামর্শ দিতেন যেই মানে ফাউন্ডেশন হবে। যেহেতু ফাউন্ডেশনটি আমি বড় করতে চাই তাই একটি ইউনিক নাম দিতে চাই।
২.১: আমাকে কিছু ইসলামিক নাম সাজেস্ট করলে খুবই ভাল হতো যা ফাউন্ডেশনের নাম হিসেবে ব্যবহার করা যাবে। যেমনঃ আমি মানুষের নাম থেকে দেখেছিলাম 'তাজিন' এক্ষেত্রে, তাজিন ফাউন্ডেশন ব্যবহার করলে কেমন হয়? এটা কি মেয়েদের নাম?
২.২: এই রকম কিছু নাম জানালে খুবই ভাল হতো।
৩. বিভিন্ন ইসলামিক বাংলা সংগীত থেকে ১ টি বাক্য নিয়ে মোবাইল এবং ওয়ালপেপার বানিয়ে তা বিনামূল্যে প্রচার করলে কি উক্ত সংগীতের লেখক কিংবা শিল্পির কাছ থেকে অনুমতি নিতে হবে? এক্ষেত্রে কি ওয়ালপেপারে তাদের ক্রেডিট উল্লেখ কর‍তে হবে?
নমুনা:
https://ibb.co/vwYZZ7r
নমুনা ওয়ালপেপারে কোরআন মাজিদের আয়াত দেওয়া। এক্ষেত্রে, আমি আয়াত না দিয়ে ইসলামিক সঙ্গীত ব্যবহার করতে চাচ্ছি।
এখানে একটি ওয়ালপেপার এর নমুনা দিয়েছি, এই ধরনের ওয়ালপেপার বানাতে চাচ্ছি। লেখাগুলো বিভিন্ন ইসলামিক সংগীত থেকে নিতে চাচ্ছি।
৪. ইসলামিক বই পড়ায় যেন মানুষ আগ্রহী হয় সেক্ষেত্রে লাইব্রেরীর একটি অংশে কি মোটিভেশানাল বই রাখা উচিত হবে? যেমন: বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা, লেখা ভালো করার ১০টি উপায়, ওভারকামিং ডিপ্রেশন ইত্যাদি।
৫. উক্ত কাজে আপনার পরামর্শ চাই।