আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
ধরুন সাকিব,
ঘটনা -১
১। কিছু দিন আগে এক ভাই তার কাছে রামাদান উপলক্ষে কিছু দান করার জন্য দানের টাকা চেয়েছিলো, উনি বলছিলো কিছু দিন পরে দিবে, ১-২ দিন আগে আবার দান এর টাকার জন্য মেসেজ করে চেয়েছিলো কিন্তু হঠাৎ উনি বিরক্ত বোধ করলে মনে মনে, ওনার যতটুকু মনে পড়ে উনি মুখে দিয়া কিছু বলছে কি বলে নাই ওনার মনে পড়তাছে না,
উনি এইরকম কখনো করে না এই সব বিষয়ে হঠাৎ ওনি কেন এই রকম করলো উনি বুঝতাছে না, এর কারণে কি ওনার ঈমানের কোন সমস্যা হবে?? উনি খুব টেনশনে এই নিয়ে
ঘটনা -২
১। উপরের ঘটনার কিছু খন পর ওনার আত্মীয় ওনার কাছে কিছু ফিতরার টাকা দেয় যাতে ওনার হয়ে ওনি যেন দান করে দেয়, ওনাকে বলে দেয়যে টাকা দেওয়ার সময় ফকির - মিসকিন দের বলে দিতে যাতে এইটা ফিতরার টাকা, উনি তখন রেগে যায় হঠাৎ বলে এগুলো বলা লাগে না নিয়তে মনে থাকলে হয়, আর বলে এখন না পরে টাকা নিয়ে দান করবে কিছু খন পর উনি টাকা নিয়ে দান করে দেয়।
**এই ফলে কি ঈমানের কোন সমস্যা হবে??? মেহেরবানী করে উওর দিন