আসসালামু আলাইকুম। আমি ঘর থেকে বের হওয়ার দরজার কাছের অংশ সুন্নাত ইতিকাফের নিয়তে বেছে নিয়েছি। আজ সন্ধ্যা থেকে কারেন্ট না থাকায় আমার চার্জার লাইট নিয়ে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিলো। এই অবস্থায় ঘরের অন্য অংশে চার্জার লাইট রাখা আছে। সেইটা নিয়ে ওয়াশরুমে যেতে হতো। আমি লাইট নিয়ে ওয়াশরুমে যাওয়ার নিয়তে নির্দিষ্ট জায়গা থেকে বের হয়েছিলাম। লাইট নিয়ে জ্বালানোর সময় দেখি চার্জ নেই, এখানে আমার ৩০ সেকেন্ড মত সময় লাগে। কিন্তু, লাইট না জ্বালাতে পেরে তখন আমি ওয়াশরুমে না গিয়ে আবার ইতিকাফের জায়গায় ফেরত আসি।
কিন্তু, তারপর থেকে আমার মনে খটকা লাগছে যে, যেহেতু আমার নির্দিষ্ট জায়গা দরজার কাছে এবং লাইট এমন জায়গায় ছিলো যেইটা নেওয়ার পর আমাকে আবারো ইতিকাফের জায়গার মধ্যে দিয়েই ওয়াশরুমে যেতে হতো।
১. এক্ষেত্রে, আমার সুন্নাত ইতিকাফে কোনো সমস্যা হবে?
২. যদি সমস্যা হয়ে থাকে তবে, চাঁদরাত পর্যন্ত যদি আমি ইতিকাফ করে দিই তবে কি কাযা আদায় হয়ে যাবে?