১. ধরি আমি ৫টা জামা দৈনন্দিন পড়ি,বাদবাকি জামা তুলে রাখা,হয়তো ইদ বা কোনো অনুষ্ঠানে পড়ি, এখন এগুলোর উপর কি যাকাত আসবে? মানে আমার প্রশ্ন হল টাকা, সোনা,রূপা,আসবাব,ব্যবসার মাল - এগুলো বাদে অন্য আর কিছুর উপর যাকাত আসে? যেমন,পোশাকের উপর যাকাত আসে?
২. আমাকে একজন জিজ্ঞেস করছে কারো নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা তা জানতে কেন সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ সম্পদ আছে কিনা দেখা হয়, কেন৷ সাড়ে ৭ ভরি সোনার দামের সমপরিমাণ সম্পদ মাপকাঠি না?