আসসালামু আলাইকুম হুজুর,
১.নফল নামাজ বেশি সওয়াবের নাকি কুরআন তিলাওয়াত?
২.আমি যদি লাইলাতুল কদরে নফল নামাজ না পড়ে, সারারাত শুধু কুরআন তিলাওয়াত করি, সমস্যা হবে?
৩. তাহাজ্জুদের ওয়াক্তে উঠে যদি, নামাজ না পড়ে কুরআন তিলাওয়াত করি, তারপর আল্লাহর কাছে দুআ করি, এভাবে করা যাবে?
৪. নফলের মধ্যে সবচে উত্তম আমল কোনটা?